স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডেএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির আন্দোলন খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর আন্দোলন নয়, বিএনপির আন্দোলন দেশের মালিকানা জনগনের কাছে ফিরিয়ে দেয়ার আন্দোলন।
রোববার ( ৯ এপ্রিল) সন্ধায় রংপুর চিকল পার্কে বিভাগীয় যুবদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে ইফতার মাহফিলে ভিডিও কনফারেন্সে ল্ডন থেকে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখেন
যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্র্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি রুহুল আমিন অকিল, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় ডা. জাহিদ বলেন, আওয়ামীলীগ বিএনপিকে আগুন লাগানোর কথা বলে। কিন্তু তারাই হোটেল শেরাটনের সামনে বাসের মধ্যে গান পাউডার দিয়ে আন্দোলনের নামে ১১ জন লোককে পুড়িয়ে মেরেছিল। আগুন দিয়ে আন্দোলন করার অপচেস্টা আওয়ামীলীগ শুরু করেছে। যদিও এটা ঠিক নয়। এই কালচার গণতান্ত্রিক আবহাওয়ার সাথে এটা চলে না। কাজেই এটা স্পস্ট এই যে আগুন সন্ত্রাস, এটার জনক আাওয়ামীলীগ। আজকে যারা ক্ষমতাসীন ওনারাই। এরাই আবার বিএনপির আন্দোলনের সময় আওয়ামীলীগ সন্ত্রাসী এবং তাদেও এজেন্সিরা বাসে আগুন দিয়ে মানুষ মেরে বিএনপির ওপর দায় চাপায়।
ডা. জাহিদ বলেন, বিএনপি দিনে বেলায় রাজনীতি করে। বিএনপি স্বচ্ছ রাজনীতি করে। বিএনপির জনগনের ভোটাধিকারে বিশ্বাস করে। বিএনপির আন্দোলন খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর আন্দোলন নয়। বিএনপির আন্দোলন দেশের মালিকানা জনগনের হাতে ফিরিয়ে দেয়ার আন্দোলন। জনগনের ভোটার ধিকার জনগণের কাছে ফিরিয়ে দেয়ার আন্দোলন। যার ভোট সেই দিবে। যাকে খুশি তাকে দিবে।
ডা. জাহিদ বলেন, আওয়ামীলীগের এতো ভয় কিসের। আপনারা তো দাবি করছেন, উন্নয়ন করেছেন। যদি উন্নয়ন করেন, তাহলে জনগণ আপনাদের ভোট দিবে। তাহলে জনগণকে ভোট দেয়ার অধিকার দেন। সুপ্রীম কোর্টেও মতো জায়গায় আপনারা ভোট সঠিকভাবে করতে পারেন নি। সেখানে আইনশৃংখলাবাহিনী ঢুকিয়ে এটা ফলাফল ঘোষণা করে দিলেন। যাদের জনগণের ওপর আস্থা নাই। তারাই এ ধরণের কাজ করতে পারে। বিএনপি জনগণকে সাথে নিয়ে ছিল, আছে থাকবে। জণগনকে সাথে নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হবে। গণতান্ত্রিক পন্থায় জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতাসিন হবে। প্রচলিত আইন অনুযায়ী সকল জঞ্জাল ও দুর্ণীতির বিচার হবে।ডিজিটাল নিরাপত্বা আইন বাতিলসহ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে।
ইফতারের কিছুক্ষন আগে খাবারের প্যাকেট নিয়ে হট্রগোল তৈরি হলে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তা শান্ত হয়।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply