স্টাফ করেসপন্ডেন্ট।।নোয়াখালী।।
বান্ধবীকে গাঁজা সেবনের খবর জানানোকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে । ভাংচুর করা হয়েছে হলের দরজা-জানালা ।
বুধবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় নোবিপ্রবির ত্রিধর্মী উপাসনালয়ের সামনে এ মারামারির ঘটনা ঘটে ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভাষা শহীদ আব্দুস সালাম হলের গণরুমের ১০৪নং কক্ষে গাঁজা সেবন করেন বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী সৌরভ সাহা । সৌরভের গাঁজা সেবনের খবর তার বান্ধবী জানতে পারায় ক্ষিপ্ত হয় সে । বান্ধবীকে এ তথ্য জানানোর ঘটনায় সন্দেহের জেরে সৌরভ একই বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী স্বাধীন আহমেদকে ডাব খাওয়ার কথা বলে হল থেকে ত্রিধর্মী উপাসনালয়ের কাছে নিয়ে গিয়ে স্বাধীনকে মারধর করেন সৌরভ ।
আরও জানা গেছে, স্বাধীনকে মারধরের জন্য আদনান আলী, শাকিল মোস্তফা, মোমিন সরকার, মুয়াজ ইবনে আকবর রূপম ও আরমানসহ কয়েকজন আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন । ঘটনাস্থলে স্বাধীনকে চিনতে পেরে কয়েকজন সিনিয়র এগিয়ে গেলে তাদের ওপরও চড়াও হয় সৌরভের বন্ধুরা ।
এদিকে, ঘটনা জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সবাইকে হলে যেতে বলে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ।
এরপর, পরিস্থিতি শান্ত হয়ে গেলেও হলের রুমে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বাধীনকে আবারও মারধর করে তারা । এ সময় প্রলেক্স বড়ুয়া নামে বাংলা বিভাগের এক শিক্ষার্থী আহত হন । এ সময় উভয় পক্ষ ধাওয়া,পাল্টা-ধাওয়ায় জড়ায় এবং ভাষা শহীদ আব্দুস সালাম হলে ভাঙচুর চালায় । আহত অবস্থায় প্রলেক্স বড়ুয়া ও স্বাধীনকে উদ্ধার করে রাত সোয়া ১টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান তাদের সহপাঠীরা ।
এ বিষয়ে জানতে সৌরভ ও স্বাধীনের মুঠোফোনে একাধিক বার কল করলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায় ।
হলে ভাঙচুরের বিষয়ে ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট আনিসুজ্জামান রিমন জানান, ছাত্রদের দুই পক্ষের মধ্যে কিছু ঝামেলা হয়েছে । আমরা জানামাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি । হলে বেশি ক্ষয়ক্ষতি হয়নি । বৃহস্পতিবার দুপুরের পর এ বিষয়ে কথা বলতে ছাত্রদের সাথে বসে সিদ্ধান্ত নেয়া হবে।
নোয়াখালী/আশা
Leave a Reply