স্টাফ করেসপন্ডেন্ট,বরগুনা।।বাতায়ন২৪ডটকম।।
বরগুনার বেতাগীতে পুলিশের হাত থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে । হাতকড়াটি উদ্ধার করা গেলেও আসামিকে এখনো ধরতে পারেনি পুলিশ । সোমবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে ।
জানা গেছে, গ্রেফতারের পর বেতাগী থানার এসআই শহিদুল ইসলামের হাত থেকে পালিয়ে যায় চুরির মামলার আসামি হাবিব বিশ্বাস (৬০) । পালানোর ৩ ঘণ্টা পর ওই এলাকার একটি ধান ক্ষেত থেকে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ । তবে এখনো পলাতক রয়েছে আসামি হাবিব ।
পুলিশ জানায়, গত সপ্তাহে বেতাগীর সোনার বাংলা বাজারের এক মুদি দোকানে চুরির ঘটনা ঘটে । তদন্ত নেমে চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া যায় । পরে এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম হাবিবের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । একপর্যায়ে সে হাতকড়াসহ দৌড়ে ধান ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায় ।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আসামি পালিয়ে যাওয়ার ২-৩ ঘণ্টা পর ধানক্ষেত থেকে হাতকড়া উদ্ধার করা হয়েছে । আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply