রংপুরের বদরগঞ্জে লালদিঘীতে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ আগস্ট) মঙ্গলবার বিকাল ৫ টায় লালদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মেজর( অব:) মো নাসীম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ,পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, ইউপি চেয়ারম্যান,স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,অভিভাবক ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী।
এ সময় বক্তারা লালদিঘীতে ফাড়ি থানার দাবী জানালে পুলিশ সুপার আশ্বাস দেন। এবং বক্তারা লালদিঘীতে মাদক বন্ধে বিভিন্ন উদ্যোগের কথা জানান।
Leave a Reply