মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরের বদরগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ওসমান গনি (৭৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪মে) বিকেলে লোহানীপাড়া ইউনিয়নের কাচাঁবাড়ী হাজিরপাড়া যমুনেশ্বরী নদী সংলগ্ন সুইজগেট এলাকায় এই ঘটনা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানান,ওসমান গনি বিকেলে নদীতে গোসল করতে গিয়ে কখন পানিতে পড়ে গিয়েছে কেউ দেখতে পায়নি। স্থানীয়রা নদীতে ভাসতে দেখে মরদেহ নদী থেকে উদ্ধার করে বদরগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। পরিবার ও আত্মীয়-স্বজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply