স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকীতে ৯৩ জন অসুস্থ্য মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণের উদ্যোগ নিয়েছে রংপুর জেলা যুবলীগ।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নগরীর বেতপট্রির জেলা আওযামীলীগ কার্যালয়ে যুবলীগ নেতা মেহেদী হাসান রনির উদ্যোগে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম, জেলা সদস্য ওয়াশিমুল বারি শিমুসহ নেতৃবৃন্দ।
হুইল চেয়ার পেয়ে খুশি উপকারভোগিরা। মিঠুন চন্দ্র নামের এক অসু্স্থ্য ব্যক্তি জানান, যুবলীগ নেতা রনিকে ধন্যবাদ জানাচ্ছি। হুইল চেয়ার পাওয়ায় আমার ভালো হলো। আগে আমাকে ঘরে বসে থাকতে হতো চলাফেরা করতে পারতাম না। এখন বাইরে চলাফেরা করতে পারবো।
সুমাইয়া আখতার নামে এক হুইল চেয়ার পাওয়া গৃহবধু জানান, আমি শারীরিক প্রতিবন্ধী। হুইল চেয়ার পাওয়ায় আমার চলাফেরা করা সহজ হলো। রণি ভাই ও যুবলীগকে ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গমাতার আত্মার মাগফেরাত কামনা করছি।
উদ্যোক্তা রংপুর জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি জানিয়েছেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর সহযাত্রী। তিনি পাশে থেকে বঙ্গবন্ধুকে সকল সংকটে প্রেরণা জুগিয়েছেন। তার জন্মদিন উপলক্ষে হুইণ চেয়ার বিতরণ কার্যক্রম বছরব্যাপি চলবে। আমরা যখনই তথ্য পাবো অসহায় দুঃস্থ মানুষের। যাদের হুইল চেয়ার প্রয়োজন। সাথে সাথেই সেখানে গিয়ে হুইল চেয়ার বিতরণ করবো।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply