রিয়াদুন্নবী রিয়াদ স্টাফ করেসপন্ডেন্ট:
১৭ মার্চ। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। ১৯২০ সালের এইদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়েরা খাতুনের চার কন্যা এবং দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর বাবা মায়ের দেয়া আদুরে নাম ছিল খোকা। কিশোর বয়সেই শেখ মুজিবের প্রতিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতা, গরিব-দুঃখী মানুষের প্রতি ভালোবাসা ও তাদের দুঃখ দূর করার প্রতিজ্ঞা তাঁকে রাজনীতিতে নিয়ে আসে।
“”বাবা রাজনীতি কর আপত্তি করব না, পাকিস্তানের জন্য সংগ্রাম করছ এতো সুখের কথা, তবে লেখাপড়া করতে ভুলিও না। লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবে না। আর একটা কথা মনে রেখ, Ôsincerity of purpose and honesty of purpose’ থাকলে জীবনে পরাজিত হবা না। একথা কোনোদিন আমি ভুলি নাই।'(অসমাপ্ত আত্মজীবনী)।””
রংপুরের গংগাচড়া উপজেলায় গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না,স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম,বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওবায়দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস,মমতাজুল ইসলাম পুলিশ পরিদর্শক (তদন্ত), উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান,আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুসহ এসময় উপজেলা সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন,বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী। জাতি হিসেবে মেধা ও মননে পরিপূর্ণরুপে বিকশিত হতে পারছি। বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলেও প্রত্যাশা রাখি।
আলোচনা শেষে পুরস্কার বিতরণ, কেক কাটা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
Leave a Reply