বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১২ অপরাহ্ন

ফেসবুক কমেন্টে কাবা শরীফ নিয়ে অবমাননাকর পোস্টের মামলায় যুবকের ১১ বছরের কারাদন্ডাদেশ

ফেসবুক কমেন্টে কাবা শরীফ নিয়ে অবমাননাকর পোস্টের মামলায় যুবকের ১১ বছরের কারাদন্ডাদেশ

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় হিন্দু পল্লীতে আগুন দেয়ার ঘটনার আগে ফেসবুকে কাবা শরীফ অবমাননার ছবি পোস্ট করে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটনায় করা ডিজিটাল নিরাপত্বা আইনের মামলায় আসামী পরিতোষ সরকারের বিরুদ্ধে ১১ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে সাইবার ট্রাইবুনাল ।

বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক আব্দুল মজিদ এই আদেশ দেন।

সাইবার ট্রাইবুনালের পা্বলিক প্রসিকিউটর( পিপি )রুহুল আমিন তালুকদার জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর পীরগঞ্জের মাঝিপাড়া বড় করিমপুর এলাকার প্রসন্ন সরকারের পুত্র পরিতোষ সরকার ফেসবুক পোস্টের কমেন্টে মুসলমানর সম্প্রদায়ের ধর্মীয় তীর্থস্থান কাবা শরীফের ওপর কুকুর প্রস্রাব করার এডিট করা দৃশ্য পোস্ট করেন। এ ঘটনার জেরে মাঝিপাড়ায় বিভিন্ন হিন্দুবাড়িতে অগ্নিসংযোগ, লুপটপাট চালায় দুর্বৃত্তরা। এই ধরণের অভিযোগ এনে পীরগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন পরিতোষ সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্বা আইনের বিভিন্ন ধারায় মামলা করেন।

পিপি আরও জানান, ডিজিটাল প্রমাণ এবং ২৭ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিতক হওয়ায় বিচারক আব্দুল মজিদ আসামী পরিতোষ সরকারের (২০) বিরুদ্ধে ২৫ এর ২ ধারায় ২ বছর, ২৮ এর ২ ধারায় ৩ বছর, ২৯ এর ১ ধারায় ১ বছর এবং ৩১ এর দুই ধারায় ৫ বছর কারাদন্ড একসাথে চলার আদেশ দেন। একই সাথে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।

পিপি জানান, এই রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধর্ম নিয়ে উস্কানীমূলক কোন কর্মকান্ড করার সাহস পাবে না।

রাষ্ট্রপক্ষের পিপিকে সহযোগিতা করেন এ্যডভোকেট শাম্মী আখতার,

আসামী পক্ষের আইনজীবি শামীম আ মামুন জানিয়েছেন, রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয় নি। সেকারণে আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আমরা আপিল করবো।

প্রসঙ্গত মাঝিপাড়ার ওই ঘটনা দেশে বিদেশে আলোচিত হয়ে উঠে। অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনার মামলা জন জামিনে রয়েছেন।##

বাতায়ন২৪ডটকম।।সমামা

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com