শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪০ অপরাহ্ন

ফুলবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

ফুলবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

দুমড়ে-মুচড়ে যায় পিকআপটি

স্টাফ করেস্পন্ডেন্ট।।ঢাকা বিশ্ববিদ্যালয়।।বাতায়ন২৪ডটকম।।

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে পিকআপের চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন ।

রোববার (১১ ডিসেম্বর) ভোরে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ভিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন, পিকআপ চালক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে চালকের সহকারী আজিজুর রহমান নিশান (২৪) ও ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ব্যবসায়ী মোত্তাসিম বিল্লাহ (২৫) ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম ।

তিনি বলেন, ভোরে দিনাজপুর থেকে টমেটো পরিবহনকারী একটি পিকআপ চাপাইনবাবগঞ্জ যাচ্ছিল । অপরদিকে ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে আসছিল । পথে ভিমপুর এলাকায় ঘন কুয়াশায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । এতে পিকআপের চালক, সহকারীসহ তিনজন নিহত হন । দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের বাসটি পালিয়ে যায় । খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ।

ওসি আরও বলেন, নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । পরিবারের লোকজন এলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

বাতায়ন২৪ডটকম/আশা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com