আন্তর্জাতিক।।বাতায়ন২৪ডটকম।।
ফিলিপাইনে ক্রান্তীয় ঝড় নালগায়ে’র ফলে সৃষ্ট বন্যা–ভূমিধসে নিহতে সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে । দক্ষিণাঞ্চলের প্রদেশগুলো এই ঝড়ে দেশটির বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । শনিবার (২৯ অক্টোবর) ভোরে নালগায়ে আঘাত হানে দেশটির পূর্ব কাতান্ডুয়ানেস প্রদেশে ।
ফিলিপাইনের সরকারি কর্মকর্তারা বন্যা–ভূমিধসে মৃতের সংখ্যা ৭২ জন বলে জানিয়েছিলেন এর আগে । পরে সে তথ্য সংশোধন করে বলা হয়, কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে ।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে ঘূর্ণিঝড় নালগায়ের কারণে মিন্দানাওতে ভারী বৃষ্টিপাত শুরু হয়, যার ফলে আকস্মিক বন্যা ও ভূমিধ্বস দেখা দেয়।
ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, শনিবার ও রোববার দুর্যোগের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় পাঁচ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
অবস্থাঙ্গত কারনে ফিলিপাইন ভূমিধস ও বন্যাপ্রবণ দেশ । ক্রান্তীয় জলবায়ুর কারণে এখানে বছরে গড়ে ২০টি টাইফুন আঘাত হানে ।
এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করতে হয়েছে ও অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে । একই সঙ্গে বেশকিছু বন্দরের কার্যক্রম অচল হয়ে পড়েছে ।
Leave a Reply