স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরের পীরগাছায় মেয়ের প্রেমের বিয়ে মেনে না নিয়ে মামলা করায় প্রেমিক জেল থেকে বের হয়ে মারধোর করে হত্যা করেছে প্রেমিকার পিতাকে। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় চলছে।
পীরগাছা ওসি ( তদন্ত) সেলিমুর রহমান জানান, নিহতের নাম নওশাদ আলী (৫৫)। তিনি মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাচারিবাজারের আবুল কাশেমের পুত্র। বুধবার (২৫ জানুয়ারি) রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইছলারহাটের চেংটুর ব্রিজ এলাকায় সকালের এ ঘটনায় গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরিবার ও প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে ওসি তদন্ত জানান, নওশাদ আলীর কন্যার সঙ্গে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামধন এলাকার ওসমান গণির পুত্র আব্দুল করিমের প্রেমের সম্পর্ক তৈরি হয়। পারিবারিকভাবে প্রেম মেনে না নেয়ায় তারা উভয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ ঘটনায় করিমের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মামলা করেন নওশাদ আলী। পুলিশ কন্যাকে উদ্ধার করে পিতা নওশাদের জিম্মায় দেয় আর আব্দুল করিমকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। ওই মামলায় প্রায় তিন মাস জেলে বন্দি থাকার পর জামিনে বের হয় করিম।
পুলিশ আরও জানায়, করিমের জামিনের খবর পেয়ে নওশাদের কন্যা আবারও করিমের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। বুধবার সকালে আব্দুল করিমের বাড়িতে গিয়ে মেয়েকে জোর করে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন নওশাদ আলী। পথিমধ্যে ইছলারহাটের চেংটুর ব্রিজে পৌঁছালে তাদের পথ রোধ করে নওশাদকে বেধড়ক মারধর করে আব্দুল করিম। সেখানে নওশাদ আলী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান তিনি। পরে লাশ ময়না তদন্তের পরি বৃহস্পতিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশে জানিয়েছে এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।
বাতায়ন২৪ডটকম।।
Leave a Reply