স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
প্রমান হয়েছে আওয়ামীলীগ বিদেশীদের পদলেহন করে ক্ষমতা দির্ঘায়িত করতে চায় উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, আজকে প্রমান হয়েছে কারা বিদেশীদের পদলেহন করছে। পত্র-পত্রিকা ও মিডিয়া খুললেই সেটা দেখা যাবে। কারা বিদেশীদের কাছে ক্ষমতায় থাকার জন্য ধরনা দিয়েছে। কাদের মুরব্বি চিঠি লিখেছে।
শনিবার ( ১৯ আগস্ট) সন্ধা ৬ টায় রংপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মহানগর আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন জেলা আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডন প্রমুখ। এর আগে ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এবং তারেক রহমানের স্বসম্মানে দেশে ফেরার দাবিতে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে শুরু হয়। পদযাত্রাটি শাপলা চত্বর হয়ে প্রেসক্লাব মোড় হয়ে আবারও গ্রান্ড হোটেল মোড়ে শেষ হয়। পদযাত্রায় মহানগর ও জেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল মহিলাদল, তাতীদলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এসময় নেতাকর্মীরা্ মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগানে দিতে থাকে।
সমাবেশে ডা, জাহিদ আরও বলেন, আওয়ামীলীগ জনগণ অধিকার হরনের জন্য কাজ করেছে। তারা গনতন্ত্রহত্যাকারী। খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। সেজন্য শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ। এর কোন বিকল্প নেই। খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সুচিকিৎসা করতে হবে। তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরতে দিতে হবে। নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ রাজপথে গণতন্ত্র রক্ষায় মাঠে নেমে এসেছে।এজন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। দাবি আদায় না হওয়া পর্ যন্ত ঘরে ফিরে না যাওয়ারও ঘোষণা দেন তিনি। বলেন, বিএনপির আর হারাবার কিছু নাই। গণতান্ত্রিক আন্দোলনে ১৯ জন শদীহ হয়েছে। শতশত নেতাকর্মী গুম হয়েছে। ৪০ লাখ নেতাকর্ মীর নামে মামলা দেয়া হয়েছে। তাই আমাদের হারাবার কিছু নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করেই ঘরে ফিরবো আমরা।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply