স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
নাগরিক নামের একটি ফেসবুক টিভির টকশোতে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মোস্তাফিজুর রহমান ওরফে টিটো রহমান এবং নাজমুস সাকিবসহ চারজনের নাম উল্লেখ ও ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে রংপুর সাইবার আদালতে ডিজিটাল নিরাপত্বা আইনে মামলার আবেদন করেছেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন। সোমবার ( ৮ মে) বিকেলে আদালতের বিচারক মামলাটির আবেদন আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে এই ইস্যুতে দুটি মামলা হলো এই আদালতে।
রংপুর সাইবার ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটির রুহুল তালুকদার জানান, মামলায় ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে মোস্তাফিজুর রহমান ওরফে টিটো রহমান, নাজমুস সাকিব, ইব্রাহীম আলী ও আনিস মিয়াসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। তারা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুজব, আপত্তিকর, কুরুচিপূর্ণ, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী তথ্য বারবার প্রচার করছে। শুধু প্রধানমন্ত্রী ও তার পরিবার নয়; তার আত্মীয় স্বজন, আওয়ামী লীগের বিভিন্ন জেষ্ঠ্য নেতা এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের বিরুদ্ধেও বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছে আসামিরা। এমনকি দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়েও প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে তারা। এছাড়াওি ছাত্রলীগের নাম বিকৃত করেছে তারা। এই অভিযোগে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন সাইবার আদালতে মামলার আবেদন করেছেন। আদালতের বিচারক ড. আব্দুল মজিদ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সাইবার আদালক সূত্রে জানা গেছে মামলায় আবেদিত আসামী টিটো রহমান রাজধানীর জিগাতলা এলাকার মৃত ডা. মতিনুর রহমানের ছেলে। বর্তমানে কানাডা প্রবাসী। নাগরিক টিভি নামের একটি ইউটিউব চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজের পরিচয় দেন তিনি। নাজমুস সাকিব সবুজবাগ এলাকার জলিলুর আজমের পুত্র। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী নাজমুস সাকিব নিজের পরিচয় দেন নাগরিক টিভির বার্তা সম্পাদক হিসেবে।
মামলার বাদী বাবু শেখ আসিফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়সহ আওয়ামীলীগ নেতাদের নামে যারা কটূক্তি করে ইউটিউবে লাইভ করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। আমি দ্রুত তাদের গ্রেফতার ও বিচারের দাবি জানাই।
এর আগে রোববার ( ৭ এপ্রিল) একই আদালতে একই অভিযোগে টিটো রহমান ও নাজমুস সাকিবের বিরুদ্ধে আরেকটি মামলা দয়ের করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। ওই মামলাটিও গ্রহন করে সিআইডিকে তদন্তের আদেশ দেয় আদালত।
বাতায়ন২৪ডটকম।।সমামা।।
‘
Leave a Reply