স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল (বুধবার) রংপুর জিলা স্কুল মাঠের বিভাগীয় জনসভাকে ঘিরে মাঠসহ পুরো নগরীকে নিরাপত্বার চাদরে ঢেকেছে আইনশৃঙখলাবাহিনী। বসানো হয়েছে ১ হাজার সিসি ক্যামেরা। পোশাকী ও সাদা পোশাকের বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নগরীতে। প্রবেশ রুট এবং মোড়ে মোড়ে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার(অপরাধ) আবু মারুফ হোসেন জানান, জনসভাকে ঘিরে সব ধরণের নিরাপত্বার বন্দোবস্ত করেছি আমরা। পোশাকী পুলিশের পাশাপাশি আর্মডসহ সাদাপোশাকী আইনশৃংখলা বাহিনীর সদস্য থাকবে। জনসভাস্থল ছাড়াও থাককে পথে পথে রুট ডিউটি, থাকবে চেকপোস্ট, পুরো নগরীর গুরুত্বপূর্ন প্রবেশ পথ ও মোড়ে মোড়ে থাকবে সদস্যরা। উচু বিল্ডিংয়ের ছাদে এবং ঝুকিপূর্ন বিল্ডিংগুলোরে প্রতি ফ্লোরে ফ্লোরে থাকবে প্রশিক্ষিত আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
আবু মারুফ হোসেন বলেন, জনসভা স্থল, পুরো শহর এবং সার্কিট হাউজ পুরোটাই আমরা সিসিটিভির কাভারেজে এনেছি। ১ হাজারেরও বেশি সিসিটিভি ক্যামেরা সিটি করপোরেশনের সহযোগিতায় আমরা বসিয়েছি। এটা আমরা ডিজিটালি মনিটরিং করবো।
পুলিশেনর এই কর্মকর্তা আরও জানান, পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য থাকবেন মাঠে এবং পুরো নগরী জুড়ে। সাথে থাকে আয়োজকদের ভলান্টিয়াররা। যাতে জনগন মাঠে সুশৃংখলভাবে মাঠে আসতে পারেন, সুন্দর পরিবেশে সভা শুনতে পারেন এবং নির্বিঘ্নে ঘরে ফিরে যেতে পারেন। সেজন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন।
ডিসি(অপরাধ) মারুফ আরও বলেন, মাননীয় প্রধান আগমন উপলক্ষে রংপুর মেট্রোপলিটন এরিয়ায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা আমরা বরদাশত করবো না। কেউ করার চেস্টা করলে তা কঠোর ভাবে মোকাবেল করা হবে। এজন্য সকল ধরনের প্রস্তুতি আমাদের আছে। যে কোন ধরণের ঘটনার প্রতিরোধ, প্রতিহত করার সক্ষমতা আমাদের আছে।
আগামীকাল বুধবার রংপুর জিলা স্কুল মাঠে মহানগর ও জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জনসভায় সভাপতিত্ব করবেন রংপুর মহানগর আহবায়ক ডা. দেলওয়ার হোসেন।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply