স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
পুলিশের বেঁধে দেয়া রুটেই রংপুরে উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্ত আদালত ও সরকারের অবজ্ঞার প্রতিবাদসহ ১০ দফা দাবিতে পদযাত্রা, মানববন্ধন ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। সমাবেশে বক্তারা ঘোষণা দিয়েছেন, সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।
বুধবার ( ২৪ মে) বিকেল ৫ টায় নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে পদযাত্রাটি বের হয়ে শাপলা চত্বর থেকে জীবন বীমার মোড় হয়ে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এই রুটটিতেই পদযাত্রা করার অনুমতি দেয় পুলিশ। পদযাত্রায় মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের শতশত নেতাকর্মী অংশ নেন। এসময় তারা সরকার অপসরাণের দাবিতে বিভিন্ন ধরণের শ্লোগান দেন। মুক্তি দাবি করেন খালেদা জিয়ার।
পরে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, যুগ্ম আহবায়ক সুলতানুল আলম বুলবুল, এ্যডভোকেট রেজেকা সুলতানা ফেন্সিসহ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, এখন দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে না যাওয়ার ঘোষণা দেন নেতারা। এসময় পুলিশ কর্ তৃক পদযাত্রার রুট ঠিক করে দেয়ার সমালোচনা করে পুলিশকে এই অবস্থান থেকে সরে যাওয়ার দাবি জানান তারা।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply