স্টাফ করেসপনডেন্ট, রংপুর । বাতায়ন২৪ডটকম।।
রংপুরের পীরগাছায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার বিদ্যুৎ মিস্ত্রি বিনোদ চন্দ্র দাসের(৪৫) ফাঁসির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে এলাকাবাসি। এসময় তারা বিনোদের পুত্তলিকায় লাথি ও থুথু নিক্ষেপ করে। সোমবার ( ৫ জুন) দুপুরে স্থানীয় তাম্বুলবাজারে এই বিক্ষোভ করে এলাকাবাসি।
দুপুর সাড়ে ১২টার দিকে আশেপাশে গ্রামগলো থেকে গ্রামবাসি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার তাম্বুলবাজারে আসে। তাদের সাথে দোকানপাট বন্ধ করে যোগ দেয় বাজারের দোকানদারও । বিক্ষোভে শিক্ষার্থী ছাড়াও আশেপাশের কয়েকটি গ্রামের বিভিন্ন বয়সি কয়েকহাজার নারী ও পুরুষ অংশ নেয়। বিক্ষোভ শেষে ধর্ষক বিনোদ চন্দ্রের কুশ পুত্তলিকায় লাথি এবং থুথু নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরে সমাবেশে সভাপতিত্বে করেন এলাকাবাসি আহসান হাবিব সুজন।বক্তব্য রাখেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ মাইদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শমিকুজ্জামান অনু, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালে মামুন, ব্যবসায়ি শফিকুল ইসলাম, মেহেদী হাসান মারুফ প্রমুখ।
বক্তারা বলেন, একটি শিশুকে যেভাবে ধর্ষন করেছে এ ঘটনা বর্বরোচিত। বিনোদ চন্দ্রের ফাঁসি দেয়া না হলে লাগাতর আন্দোলন করা হবে। বক্তারা শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান।
শনিবার ( ৩ জুন) বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের স্লইচগেট ঘঘোয়া এলাকায় ওই ছাত্রীর বাড়িতে বিদ্যুতের লাইনের কাজ করতে যায় একই গ্রামের মৃত খোকা চন্দ্র দাসের পুত্র বিনোদ চন্দ্র দাস। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে চতুর্থ শ্রেনীর ওই ছাত্রীকে মুখ চেপে ধরে ধর্ষন করে বিনোদ চন্দ্র পালানের চেস্টা করে। কিন্তু শিশুটির চিৎকারে এলাকার লোকজন এসে বিনোদকে আটক করে পুলিশে দেয়। বিনোদ চন্দ্র এক কন্যা ও পুত্র সন্তানের জনক। কন্যাকে বিয়েও দিয়েছেন তিনি
পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান জানান, এলাকাবাসি আটক করে ধর্ ষক বিনোদ চন্দ্র দাসকে পুলিশে দিয়েছিল। আমরা ছাত্রীর পিতার মামলা নিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাসসিস সেন্টার-ওসিসিতে শিশুটির চিকিৎসা চলছে। যতদ্রুত সম্ভব চার্ জশিট দেয়া হবে।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply