মাহমুদুল হাসান।।বাতায়ন২৪ডটকম।।
রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
সকালে পীরগাছা উপজেলার কৈকরী ইউনিয়নের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলার চৌধুরাণী বাজার জামে মসজিদে কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
কৈকরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম মিয়ার সভাপতিত্বে হাফেজ মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় পরিচালক আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের পীরগাছা উপজেলার ফিল্ড সুপার ভাইজার মাহমুদার রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইচএম দিশাদ খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৈকরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর নবী মিয়া, সমাজসেবক আতাউর রহমান, চৌধুরাণী ফাতিহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোকলেছুর রহমান, ইসলামী ফাউন্ডেশন পীরগাছা উপজেলার কেয়ারটেকার মিজানুর রহমান, সাধারণ কেয়ারটেকার আঃ রাজ্জাক, সাধারণ কেয়ারটেকার ফারুক হোসেনসহ উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয় ।
Leave a Reply