শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন

পীরগঞ্জে ৩২ হাজার কেজি সরকারি চাল জব্দঃ ৩ কালোবাজারির নামে মামলা

পীরগঞ্জে ৩২ হাজার কেজি সরকারি চাল জব্দঃ ৩ কালোবাজারির নামে মামলা

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নে ভিডব্লিউবি ও ফেয়ার প্রাইজের ৩ হাজার ২৩০ কেজি চাল কালো বাজারে বিক্রির জন্য ঘরে মজুদ করে রাখা সরকারি খালি বস্তাসহ জব্দ করেছে প্রশাসন।  সোমবার ( ১১ সেপ্টেম্বর ) রাত সাড়ে ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ ঘটনায় উপজেলার ৩ কালোবাজারির নামে থানায় মামলা হয়েছে।

অভিযান পরিচালনাকারী পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ জানান, সোর্সদের মাধ্যমে তথ্য পেয়ে আমরা পুলিশকে সাথে নিয়ে কুমেদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালাই। এসময় রসুলপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র দুলাল হোসেনের (৫৫)  ঘর থেকে সরকারি চটের খালি বস্তা ৬১টি এবং প্লাস্টিকের ৫০ কেজি ওজনের ৩১ বস্তায় ১ হাজার ৫৫০ কেজি, মরারপাড়া গ্রামের মৃত নবীউদ্দিন মন্ডলের দুই পুত্র কামরুজ্জামান মন্ডলের (৪৫)  ঘর থেকে সরকারি ১৫টি বস্তায় ৪৫০ কেজি এবং নুরুজ্জামান মন্ডলের (৪০) ঘর হতে ৪১টি সরকারি বস্তায় ১ হাজার ২৩০ কেজি চাল জব্দ করি। এসময় তারা কেউ বাড়িতে ছিলেন না। এই অভিযানে  ৩২ হাজার ২৩০ কেজি চাল জব্দ করা হয়েছে, যার মূল্য ১ লাখ ১৩ হাজার ৫০ টাকা।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আমরা জেনেছি দুলাল হোসেন, কামরুজ্জামান মন্ডল ও নুরুজ্জামান মন্ডল দীর্ঘদিন ধরে কালোবাজারি ব্যবসার সঙ্গে জড়িত। তাদের নামে থানায় সরকারি চাল কালোবাজারে বিক্রির জন্য জমায়েত করে রাখার অপরাধে মামলা হয়েছে।

কুমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, তার ইউনিয়নে ভিডব্লিউবি ও ফেয়ার প্রাইজের ১৯৫ জন উপকার ভোগীর মাঝে ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়ে থাকে। এসব চাল বিতরণ করার পর ওই সব কালোবাজারিরা তা ক্রয় করে বিক্রির জন্য ঘরে মজুদ করে রেখেছিল। প্রশাসন এসব চাল জব্দ করে নিয়ে গেছে। সরকারি নীতিমালা অনুযায়ী এধরণের চাল ক্রয় কের মজুদ করা অপরাধ।

পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, আমরা তদন্ত শুরু করেছি। শুধু ৩ জন নয়, আরও কেউ জড়িত আছে কিনা। সেটিও আমরা তদন্ত করে দেখছি। পাশাপাশি তাদের গ্রেফতারে সাড়াশি অভিযান চলছে।

বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com