স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
মাঘের শুরুতে তীব্র শীত সাথে শৈত্য প্রবাহে কাহিল হয়ে পড়েছে উত্তরের জনজীবন। দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে গিরম কাপড় বিতরণ করা হচ্ছে সরকারি-বেসরকারি তরফে।
গতকাল বিকেলে রংপুরের পীরগঞ্জের হরিণসিং এলাকায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি চিলেন বোর্ডের অতিরিক্ত সচিব সেলিম উদ্দিন। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার হরেন্দ্রনাথ বর্মনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম। এসময় চার শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে বক্তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই উদ্যোগ অব্যাহত থাকবে। তারা দুঃস্থদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
বাতায়ন২৪ডটকম।।সমামা।।
Leave a Reply