স্টাফ করেসপন্ডেন্ট,দিনাজপুর।।বাতায়ন২৪ডটকম।।
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ।
বুধবার (২ নভেম্বর) রাতে ভোটের এই ফলের বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক ।
তিনি বলেন, ৩৩ হাজার ৩৯৯ ভোটারের মধ্যে ২১ হাজার ৯৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । এর মধ্যে নৌকা প্রতীকে আমজাদ হোসেন ১২ হাজার ৭৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে এ জেড এম মেনহাজুল হক পেয়েছেন ৯ হাজার ২২৯ ভোট ।
পার্বতীপুর পৌরসভা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় ও ২০১৪ সালে ২৯ সেপ্টেম্বর প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায় । ২০১১ সালের ২৭ জানুয়ারি পৌরসভাটিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় । ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র এ জেড এম মেনহাজুল হক নির্বাচিত হন । ২০১৬ সালে তার মেয়াদ শেষ হলেও পৌরসভার আয়তন বৃদ্ধির কারণে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সঙ্গে সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে পার্বতীপুর পৌরসভা নির্বাচন স্থগিত ছিল । একযুগ পর নির্বাচন অনুষ্ঠিত হলো উচ্চ আদালতের রায়ে ।
বাতায়ন২৪ডটকম/আশা
Leave a Reply