স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা।।বাতায়ন২৪ডটকম।।
পরকীয়ার অভিযোগে সাভারের আশুলিয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী আফসানা আক্তার । এ ঘটনায় বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে আফসানাকে আটক করা হয় । এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।
আহত স্বামী শাহারিয়ার সোহেল (৪৪) একই এলাকার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ছেলে । অভিযুক্ত আফসানা শরিয়তপুর সদরের পালং এলাকার বীর মুক্তিযোদ্ধা সফিজ উদ্দিন আহম্মেদের মেয়ে ।
আফসানা পুলিশি জিজ্ঞাসায় জানান, আমার স্বামী পরকীয়ায় আসক্ত । তিনি অন্য মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলেন । বাসায় আসলে ফোন বন্ধ করে রাখে । প্রায়ই বন্ধুর বাসার কথা বলে দুই থেকে তিন দিন নিরুদ্দেশ হয়ে যায় । তুচ্ছ ঘটনা নিয়ে আমাকে প্রায়ই মারধর করে । গতকাল মারধর করেছে । পরে আমি কী থেকে কী করেছি বুঝতে পারিনি ।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নোমান ছিদ্দিক বলেন, এ ঘটনায় সোহেলের মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে । সোহেল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply