রবিবার, ০৪ Jun ২০২৩, ১২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে ফেনসিডিল, এসকাপ সিরাপসহ আটক ১ দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়া হয়েছে রংপুর হাসপাতালের দক্ষিণ দিকের গেট রংপুরের বদরগঞ্জে ভিন্ন ভিন্ন ভাবে পালিত হল জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষীকি কালীগঞ্জে মাদক বিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বাংলার বুকে এক টুকরো লুসাই গ্রাম, প্রবেশ ফি ৩০ টাকা অনিয়ম ও দূর্নীতির অভিযোগের কারণে নয়,নাম ও রোল নম্বর ভুলের কারণে পরীক্ষা ফলাফল স্থগিত করা হয়েছে। ভাড়া নিয়ে বিতর্কে রোকেয়া ভার্সিটির শিক্ষার্থীকে মারধোর, প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ বদরগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু পুলিশের বেঁধে দেয়া রুটেই বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল রংপুরে ভিশন স্পেশালাইজড হাসপাতালে ভুল অপারেশনে যুবকের মৃত্যুর অভিযোগ
পঞ্চগড়, লালমনিরহাট ও নীলফামারীতে সাংবাদিকদের মানববন্ধন

পঞ্চগড়, লালমনিরহাট ও নীলফামারীতে সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

ক্রাইম সিনে অনুসন্ধানী প্রতিবেদনের জেরে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা জাকারিয়া আলম শিপলুর করা ডিজিটাল নিরাপত্বা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন ও সমাবেম হয়েছে পঞ্চগড়, লালমনিরহাট এবং নীলফামারীতে।

সোমবার (১০ এপ্রিল) বেলা ১১ টায় পঞ্চগড়ের কেন্দ্রীয় শহীদ মিনার, বেলা ১২ টায় লালমনিরহাটের মিশন মোড় এবং বেলা সাড়ে ১২ টায় নীলফামারীর কিশোরগঞ্জের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় প্রেস, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

পঞ্চগড় সাংবাদিক সমাজের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেরে বাংলা চত্বরে যমুনা টেলিভিশনের করেসপনডেন্ট রনি মিয়াজীর সঞ্চালনায় মানবন্ধন সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি হোসেন রায়হান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম, বাংলাভিশনের প্রতিনিধি মোশাররফ হোসেন, এখন টিভি ও কালের কন্ঠের প্রতিনিধি লুৎফর রহমান, পঞ্চগড় জেলা সম্মিলিতি সাংস্কৃতিক জোটের আহবায়ক আজহারুল ইসলাম জুয়েল, বোদা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

এদিকে লালমনিরহাটের মিশন মোড়ে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে যৌথভাবে টেলিভিশন সাংবাদিক ফোরাম, প্রেস ক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব। এসময় বক্তব্য রাখেন ফোরাম সভাপতি চ্যানেল২৪ প্রতিনিধি মিলন পাটোয়ারী, সাধারন সম্পাদক ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মাজহারুল ইসলাম বিপু, জনকণ্ঠের প্রতিনিধি, মাইটিভির প্রতিনিধি মাহফুজ সাজু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন, শাহজাহান শাজু প্রমুখ।

অন্যদিকে নীলফামারীর কিশোরগঞ্জ স্টেডিয়ামের সামনে মানববন্ধন করে যৌথভাবে কিশোরগঞ্জ প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ইউনিটি, জাতীয় সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ প্রেসক্লাব। উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহসভাপতি, উপজেলা প্রতিনিধি কাওছার হামিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি সামসুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক সোহান মিয়া, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য সচিব আব্দুর রউফ হায়দার, কিশোরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক পিএম ওয়াজেদ, সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু, একরামুল হক, জাহাঙ্গীর আলম, আবু সুফিয়ান প্রমুখ।

মানববন্ধন গুলোতে সাংবাদিকরা বলেন, গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্বা আইনে মামলা দাখিল করা হয়েছে। এছাড়াও প্রথম আলোসহ সারাদেশের সাংবাদিকের নামে এই আইনে মামলা দেয়া হচ্ছে। অথচ ক্রাইম সিনে উপস্থাপন করা হয়েছিল তথ্যের আলোকেই কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে গ্রেফতার করেছে পুলিশ। এরমাধ্যমে যমুনা টিভির সংবাদের তথ্য সঠিক বলে প্রমাণিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে মাজহারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সংবাদকর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এছাড়াও গ্রেপ্তারকৃত সাংবাকিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় সারাদেশে সাংবাদিকদের বৃহত্তর আন্দোলান গড়ে তোলা হবে।

বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com