স্টাফ করেসপন্ডেন্ট,পঞ্চগড়।।বাতায়ন২৪ডটকম।।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দুদিন ধরে বয়ে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ । সপ্তাহজুড়ে ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত ।
মঙ্গলবার ( ১০ জানুয়ারি ) সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস । এই তাপমাত্রা দেশের ও চলতি শীত মৌসুমের মধ্যেও সর্বনিম্ন । সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস ।
তবে সোমবার ( ৯ জানুয়ারি ) সকালের পর থেকে সূর্যের দেখা মিলছে । দিনভর মিষ্টি রোদে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষরা । কিন্তু বিকেলের পর থেকেই বেড়েছে শীতের তীব্রতা ।
জেলার তেঁতুলিয়া রোডের পান দোকানদার আব্দুস সালাম বলেন, ঘনকুয়াশা আর ঠান্ডার কারণে কয়েকদিন ধরে সকাল সকাল দোকান খুলতে পারিনি । সোমবার সকালে রোদ থাকায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে । দুইদিন ধরে সকাল সকাল দোকান খুলছি ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । যা দেশের মধ্যে এবং চলতি শীত মৌসুমের মধ্যেও সর্বনিম্ন । সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply