স্টাফ করেসপন্ডেন্ট,কক্সবাজার।।বাতায়ন২৪ডটকম।।
কক্সবাজারের নাফ নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । বুধবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট থেকে ভাসমান দুইটি মরদেহ উদ্ধার করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ।
তিনি বলেন, নদীর জাদিমুরা পয়েন্টে বস্তাবন্দী দুইটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত দুইটি মরদেহ উদ্ধার করে । নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছর হবে । ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে হত্যা করে মরদেহ বস্তাবন্দী অবস্থায় নদীতে ফেলে দেওয়া হয়েছে ।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে । মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply