মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বাধীনতা বিরোধীরা আশেপাশে আছে, আমাদের সাথে আছে, মিলেমিশে আছে, সুযোগ পেলেই স্ব-মুর্তিতে আবির্ভূত হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী তিস্তায় নিখোঁজের ১৮ দিন পর সন্ধান মিললো নাইসের লাশের  রংপুরে গাছের ডাল পড়ে মারা গেলেন ১০ বছরের কন্যাসহ শিক্ষিকা, স্বামী আহত র‌্যাব-১৩ মাদক বিরোধী অভিযানঃ ৮১ কেজি গাজা ও ১১৪৫ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেফতার ৪ অবৈধভাবে স্যালাইন মজুদ: রংপুরের অবসর ও রিফাত মেডিসিন কর্নারকে জরিমানা সরকারকে সরাতে তারাতারি গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে: আলাল   সাময়িক বরখাস্ত এডিসি হারুন রংপুর রেঞ্জে সংযুক্ত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির দায়ে দুই কর্মচারীর ২ বছর করে কারাদন্ড পীরগঞ্জে ৩২ হাজার কেজি সরকারি চাল জব্দঃ ৩ কালোবাজারির নামে মামলা যানজট নিরসনে রংপুর মহানগরীতে চালু হলো ডিজিটাল ট্রাফিক সিস্টেম  
নভেম্বরে দেশজুড়ে নির্যাতনের শিকার দুই শতাধিক নারী ও শিশুকন্যা

নভেম্বরে দেশজুড়ে নির্যাতনের শিকার দুই শতাধিক নারী ও শিশুকন্যা

ঢাবি প্রতিবেদক:-

চলতি বছরের নভেম্বর মাসে দেশজুড়ে দুই শতাধিক নারী ও শিশুকন্যা নির্যাতনের শিকার হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নির্যাতনের শিকার ২০৪ জনের মধ্যে ১০১ জন শিশুকন্যা ও ১০৩ জন নারী।

তথ্যানুসারে, নভেম্বর মাসে মোট ২০৪ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। যার মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪৩ জন। ধর্ষণের শিকার ভুক্তভোগীদের মধ্যে ১২ জন দলবন্ধ ধর্ষণের শিকার, ২ জনকে ধর্ষণের পর হত্যা এবং ৮ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ জন এবং উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ১১ জন শিশুকন্যা।

এছাড়াও নারী ও শিশু পাচারের শিকার হয়েছেন ৫ জন, অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে একজনের, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৮ জন ও যৌতুকের কারণে হত্যা করা হয়েছে এক জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৩ জন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩ জন নারী।

নভেম্বরের নারী নির্যাতনের তথ্যানুযায়ী, গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে ২টি, যার মধ্যে একজনকে হত্যা করা হয়েছে। বিভিন্ন কারণে ৬ জন শিশু সহ ৩৪ জনকে হত্যা করা হয়েছে, ১৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে, ১১ জন শিশুকন্যাসহ ২৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং ২ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন।

এছাড়াও ৯ জন শিশুকন্যা অপহরণের শিকার এবং একজন অপহরণ চেষ্টার শিকার হয়েছে। সাইবার অপরাধের শিকার হয়েছে ৩ জন শিশুকন্যা। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১টি ও প্রতিরোধ করা হয়েছে ২ টি এবং ১০ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

উল্লেখ্য, ১৩ টি দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশিত ঘটনার পেপার ক্লিপিং এর সংরক্ষিত তথ্যের ভিত্তিতে প্রতি মাসে নারী ও কন্যাশিশু নির্যাতনের সংখ্যা প্রকাশ করে থাকে বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ পরিষদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com