স্টাফ করসপন্ডেন্ট
দাতা সংস্থা এরাইজ হাবের অর্থায়নে এবং জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেল্থ এর কারিগরি সহায়তায় এনজিওফোরাম ফর পাবলিক হেলথ রংপুর সিটি কর্পোরেশনের “‘নগর স্বাস্থ্য সেবায় জবাবদিহিতা”শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশনের প্রকল্পভুক্ত এলাকার নিম্ন আয়ের জনবসতির জনগনের স্বাস্হ্যসেবা প্রাপ্তির অধিকার ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের সেবার মান ও জবাবদিহিতা শক্তিশালী করার লক্ষে ৭ আগস্ট সোমবার রংপুর সিটি কর্পোরেশন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
এনজিওফোরাম ফর পাবলিক হেলথ রংপুরে সামাজিক জবাবদিহিতা কৌশল এর অন্যতম জনপ্রিয় কৌশল কমিউনিটি স্কোর কার্ডের অনুষ্ঠিত হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ডের কমিউনিটি প্রমোশন গ্রুপের সদস্য মাসুদুর রহমান বাবুর সঞ্চালনায় ইন্টারফেস সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতেমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাক্তার সুতপা দেব নগর মাতৃ সনদ ছাত্র কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ, এমআইএস অফিসার বিধান কৃষ্ণ রায়, ক্লিনিক ব্যবস্থাপক ডা. সর্বশ্রী সাহা
এ সময় আরো উপস্থিত ছিলেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও ব্রাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ এর প্রকল্প কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ সভায় মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রের মান স্বাস্থ্যসেবার মান প্রক্রিয়া এবং সেবামূল্য সহ সূচকে সেবা দাতা এবং কমিউনিটির সেবা গ্রহীতাদের মধ্যে আলোচনা হয়। সেই সাথে স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর,পরামর্শ এবং সমাধানের উপায় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
Leave a Reply