হিলি করেসপন্ডেন্ট।।বাতায়ন২৪ডটকম।।
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের পরিত্যক্ত দুটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ । এগুলো নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে । ধারণা করা হচ্ছে, যুদ্ধের সময় এগুলো এখানে ফেলা হয়েছে ।
মঙ্গলবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার মহেশপুর গ্রামের ইউসুফ আলীর বাড়ির পাশের একটি মাঠ থেকে মর্টারশেল দুটি উদ্ধার করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া ।
তিনি জানান, উপজেলার মহেশপুর গ্রামের ইউসুফ আলী নামের এক কৃষক তার ধানক্ষেতে কাজ করছিলেন । এ সময় কোদালে শক্ত কিছু অনুভব করেন । পরে মাটি খুঁড়ে মর্টারশেল দুটি বের করে পুলিশকে খবর দেন । পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, মর্টারশেল দুটি নিষ্ক্রিয় । ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন এগুলো ফেলা হয়েছিল ।
বাতায়ন২৪ডটকম/আশা
Leave a Reply