স্টাফ করেসপনডেন্ট, রংপর|| বাতায়ন২৪ডটকম।।
দ্রব্যমূল্য নিয়ে বিএনপির মন্তব্যের কড়া সমালোচনা করে বাণিজ্য মন্ত্রী বলেছেন, সমালোচনার আগে যাদের প্রতি বিএনপির দরদ সেই পাকিস্তানের অবস্থাটা আগে দেখতে হবে তাদেরকে। আমাদের কষ্ট আছে, কিন্তু আমরা অনেক দেশের থেকে ভালো আছি।রংপুরে সাংবাদিককের মধ্যে প্রনোদনার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
রোববার (৯ এ্রপ্রিল) সকাল ১১ টায় রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রীর প্রণোদনা চেক বিতরণকালে এসব মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। রংপুরেরে ডিসি ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। এসময় ২৯ জন গণমাধ্যমকর্মীকে ১০ হাজার করে ২ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সাংবাদিকদের সাথে বাণিজ্যমন্ত্রীর আলাপচারিতায় উঠে আসে দ্রব্যমূল্য এবং বিএনপির সমালোচনা। এ প্রসঙ্গে মন্ত্রী বিএনপির সমালোচনাকে পাগলে কিনা বলে প্রবাদ বাক্যের সাথে তুলনা করে বলেন, একটা শব্দ আছে, পাগলে কিনা বলে, এর পরেরটা বলতে চাই না। কারণ গ্লোবাল কনসেপটা জানতে হবে। ওনারা (বিএনপি) যা বলে, সেটার পাশাপাশি আমাদের অবস্থাটা কি। আজকে পৃথিবীর মধ্যে আমাদের অবস্থানটা কোথায়। আজকে লন্ডনে তিনটার বেশি টমেটো একজন কিনতে পারে না। জার্মানে তেল হাওয়া হয়ে গেছে।ইনফেলেশন আমাদের ৯ পারসেন্ট। হোয়াট এবাউট ইংল্যান্ড। তাদের ইনফ্লেকশন কত। পাকিস্তানে ৩৫ পারসেন্ট। যাদের প্রতি বিএনপির দরদ সেই পাকিস্তানের অবস্থান কি সেটা আগে তাদের দেখতে বলেন।
টিপু মুনশি বলেন, কথাটা হলো সমালোচনার জন্য সমালোচনা হচ্ছে। আমরা জানি মানুষের কস্ট হচ্ছে, দ্রব্যমূল্য বেড়েছে। কিন্তু সারা বিশ্বের অবস্থাটা কি। সেটা বিএনপিকে দেখে জেনে তার পর সমালোচনা করতে হবে |
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা চেস্টা করে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী চেস্টা করে চলেছেন। আমি প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা সাবসিটি দিয়ে টিসিবির মাধ্যমে পণ্য দিচ্ছি।এই রমজানে মানুষের মধ্যে কিন্তু হাহাকারটা নেই। মানুষের মধ্যে কস্ট আছে। কিন্তু একেবারেই পথে বসে গেছি। পারছি না। তা কিন্তু নয়। অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি। আপনারা সাংবাদিক এই সত্যটা উপস্থাপন করেন যে, আমাদের কস্ট আছে। কিন্তু অন্যের চেয়ে আমরা ভালো আছি।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply