স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, দেশের চলমান রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করবার জন্যই বিএনপি এবং তার মিত্ররা কর্মসূচির নামে ষড়যন্ত্র করছে। তাদের সেই ষড়যন্ত্র রুখে দিতে জনগণের পাশে দাঁড়াতেই আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করছে।
বুধবার (১৯ জুলাই) দুপুরে রংপুর মহানগরীর বেতপট্রী দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন। এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি এ্যডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, আহবায়ক ছায়াদাত হোসেন বকুল, জেলা যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক এ্যডভোকেট রেজাউল করিম রাজুসহ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
এসময় সুজিত রায় নন্দী আরও আরো বলেন, শেখ হাসিনার আলোকিত বাংলাদেশেকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্যই বিএনপি কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে অস্থতিশীল পরিস্থিতি তৈরি করেছে। জানমালের ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগেছে। আওয়ামীলীগ সেজনগনের পাশে থেকে সাহস জোগানোর জন্য শান্তিশোভাযাত্রা করছে। আগামীতে শেখ হাসিনার অধীনেই এদেশে নির্বাচন হবে এবং জনগন উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনাকেই আবার ক্ষমতায় বসাবে।
পরে সুজিত রায় নন্দীর নেতৃত্বে উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা নগরীর সুপার মার্কেট, সিটি কর্পোরেশন, কৈলাশ রঞ্জন মোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি হয়ে ক্লাব চত্বরে এসে শেষ হয় ।
বাতায়ন২৪ডটকম।।
Leave a Reply