নিজস্ব প্রতিবেদক।।বাতায়ন২৪ডটকম।।
কালীপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমদু ইদিন বন্ধ থাকবে । তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
সোমবার (২৪ অক্টোবর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ । তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও কালীপূজা উপলক্ষে দুদিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
জানা গেছে, কালীপূজা উপলক্ষে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ২৪ অক্টোবর সোমবার থেকে ২৫ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত দুদিন সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রাখবে সে দেশের ব্যবসায়ীরা। বুধবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
কালীপূজা উপলক্ষে ভারতের চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত দুদিন ব্যবসায়ীকে কার্যক্রম বন্ধের একটি চিঠি এরই মধ্যে উভয় দেশের স্থল শুল্ক স্টেশন কাস্টমস কর্মকর্তা, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন মাধ্যমে পাঠানো হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই কবির হোসেন বলেন, কালীপূজা উপলক্ষে দুইদিন বন্ধের বিষয়টি জেনেছি। এসময় দুই দেশের পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।
Leave a Reply