রিয়াদুন্নবী রিয়াদ স্টাফ করেসপন্ডেন্ট:
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের দক্ষিণ দিকের প্রবেশদ্বার গেট দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়া হয়েছে
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের দক্ষিণ দিকের প্রবেশদ্বারের গেট দীর্ঘ ৪০ বছর পর রোগী ও সাধারণ জনগণের সুবিধার্থে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে খুলে দেওয়া হয়েছে।
এ সময় রংপুর মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের দক্ষিণ দিকের প্রবেশদ্বারের গেট দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়ায় সুবিধা পেতে শুরু করেছে রংপুর মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।কুড়িগ্রাম জেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগী সবুজ মিয়া বলেন,রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের দক্ষিণ দিকের প্রবেশদ্বারের গেট দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়ার
ফলে আমি খুব সহজে রংপুর নগরীর ধাপ এলাকায় ঔষধ নিতে ফার্মেসীতে যেতে পারছি এবং রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারে যেতে পাচ্ছি।
লালমনিরহাট জেলা থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী মোছাঃ নার্গিস বেগম বলেন,অল্প সময়ে এখন ফার্মেসিতে গিয়ে ঔষধ আনা সম্ভব হচ্ছে।
রংপুর নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকার বাসিন্দা মোঃ পারভেজ হোসেন পলাশ বলেন,রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের দক্ষিণ দিকের প্রবেশদ্বারের গেট দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়ায় রংপুর মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা সহজেই রংপুর নগরীর ধাপ এলাকা দিয়ে রংপুর মেডিকেলে প্রবেশ করতে পারবে।
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের দক্ষিণ দিকের প্রবেশদ্বারের গেট দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়ায় জন্য রংপুর নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকার বাসিন্দা মোঃ পারভেজ হোসেন পলাশ
রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন এবং রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ও রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
রংপুর নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকার বাসিন্দা মোঃ রাশিদুল ইসলাম বলেন,রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের দক্ষিণ দিকের প্রবেশদ্বারের গেট দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়ার
ফলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা খুব সহজে রংপুর নগরীর ধাপ এলাকায় ঔষধ নিতে ফার্মেসীতে যেতে পারবে এবং রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারে সহজেই যেতে পারবে।
Leave a Reply