সেলিম সরকার রংপুর
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বদরগঞ্জ উপজেলায় কালা আমেরতল যমুনেশ্বরী নদী তীর সংরক্ষণ এলাকায় ৬৭ লক্ষ টাকা ব্যয়ে কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার(৪ আগস্ট) বিকাল ৫ টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী উত্তরাঞ্চল মো মাহবুবর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো আহসানুল হক চৌধুরী ডিউক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট,পৌর মেয়র আবুল কালাম মো আহসানুল হক চৌধুরী টুটুল, ইউএনও আবু সাইদ,কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক মানিক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, লোহানী পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডলু শাহ, নির্বাহী প্রকৌশলী মো মেহেদী হাসান সৈয়দপুর নীলফামারী, উপ বিভাগীয় প্রকৌশলী মো রাকিবুল হাসান, উপ সহকারী প্রকৌশলী জাহিদ হাসান,বদরগঞ্জ উপজেলা আওয়ামীলিগের দপ্তর সম্পাদক ও বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন, আওয়ামিলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সাংবাদিক রেজাউল করিম পান্না,উপজেলা ছাত্রলীগের সভাপতি নাফিউল ইবনে সরকার মিম, সাধারণ সম্পাদক মোতাকাব্বের হোসেন জয়, পৌর সভাপতি সাকিল আহমেদ, ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী।
ওই এলাকায় ৪৫০ মিটার ভাঙ্গন এলাকা থাকলেও অতীব জরুরি হওয়ায় ১৮০ মিটার কাজের উদ্বোধন করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ ও উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টিতে পরবর্তী কাজের উদ্বোধন করা হবে।
ওই এলাকার হায়দার আলী বলেন, কাজ হয়া ভালো হওছে এখন ঠিক ভাবে কাজ করলে ভালো না করলে মরণযন্ত্রনা। আর ভালো করি কাজ করলে আরও ভালো না করলে তারাতাড়ি ভাঙ্গিনযাইবে।
বাধের পাড়ের নৈমন বেগম বলেন, বাঁধ নাকি হওচে অনেকে দেখপার চাইতে চাইতে মরি গেইছে, এখন হওচে দেখি কেঙ্কা কাম করে। কাম ভালো হইলে তাতে যথেষ্ট।
এ সময় কালুপাড়া ইউপ চেয়ারম্যান স্হায়ী বাঁধ নির্মাণের জোড় দাবি জানান।
এ সময় সংসদ সদস্য আবুল কালাম মো আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, রাজনীতিতে পরাজিত শক্তি বিদ্যমান, মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজকের ডিজিটাল বাংলাদেশ আগামীর স্মার্ট বাংলাদেশ।
Leave a Reply