শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন ঘোষণার চমক আসতে পারে জনসভায়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন ঘোষণার চমক আসতে পারে জনসভায়

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের (বুধবার) রংপুর জিলা স্কুল মাঠের বিভাগীয় জনসভাকে ঘিরে ¯প্ন বাড়ছে মানুষের। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন প্রকল্পের ঘোষণা আসতে পারে জনসবা থেকে। সেকারণে সাধারণ মানুষের আগ্রহটাও একটু বেশি এই জনসভাকে ঘিরে।

 

আওয়ামীলীগ এবং সরকারের বিভিন্ন সূত্রগুলো থেকে পাওয়া তথ্য মতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শ্যামা সুন্দরী খাল খনন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক জোন, বন্ধ চিনিকল খুলে দেয়াসহ বেশ কয়েকটি গুরুতপূর্ন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা আসতে পারে জনসভা থেকে।

 

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী এ প্রতিবেদককে জানান, তিস্তা অববাহিকার জীবনজীবিকা বাঁচানোর লড়াই। এই লড়াইয়ের স্বার্থে আপনি মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। আমরা চাই, এই জীবন-জীবিকা বাঁচানোর তাগিদে তিস্তা মহাপরিকল্পনার ঘোষণা রংপুরের জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী দিবেন। এই ঘোষণা দিয়ে একনেকে পাশ করবেন এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্বোধনের কাজ শুরু করবেন।

 

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের প্রধান উপদেস্টা ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বাংলাদেশে চলমান যত মেগা প্রজেক্ট হচ্ছে, তার থেকে সব চেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এখানে ৫ টি জেলার ১ কোটি ২০ লাখ মানুষের দুর্ভোগের বিষয় জড়িত। এখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ দরিদ্র থেকে দরিদ্রসীমার নীচে যাচ্ছে। আজকের রাজা, কালকে ফকির হচ্ছে। তিস্তা তার গতিপথ পরিবর্তন করছেন প্রতিনিয়ত। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জনসভাথেকে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কার্যকরের ঘোষণা দিবেন। এটি করা হলে এই অঞ্চলের অর্থনীতির চাকা বদলে যাবে। কর্মসংস্থান তৈরি হবে। লক্ষ লক্ষ হেক্টর জায়গা উদ্ধার হবে। খাদ্য ভান্ডার আরও সম্মৃদ্ধ হবে।

দাবী: রংপুর বিভাগবাসির পক্ষ থেকে নানাভাবে প্রধানমন্ত্রীর কাছে যেসব দাবি জানানো হচ্ছে, তার মধ্যে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শ্যামা সুন্দরী খাল খনন, বন্ধ চারটি চিনিকল খুলে দেয়া, রংপুর বিভাগের ৬টিস্থল বন্দর আধুনিকায়ন, অর্থনৈতিক জোন, কৃষি নির্ভর শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুরু, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১০০০ বেডে উন্নীত করা, রংপুর মেডিক্যাল বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠা, সদর হাসপাতালে ৫০০ শয্যার হাসপাতাল করা, দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার বেডে উন্নীত করা, কারিগরি শিক্ষা ইন্সটিটিউট গড়ে তোলা, রংপুর থেকে সরাসরি ব্রড গেজের রেল লাইন নির্মান ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি,  কর্মসংস্থান তৈরি করা, পাইপলাইনে গ্যাস সরবরাহ, ভারি শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করা, ব্রক্ষ্মপুত্র নদের ওপর প্রস্তাবিত সেতু বাস্তবায়ন, জামালপুর-রৌমারী ও চিলমারী-পঞ্চগড় রেল সংযোগ স্থাপনসহ বিভিন্ন দাবি।

আওয়ামীলীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী জানান, এই জনসভায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চমক থাকবে। যা পেয়ে খুশি হবেন এই অঞ্চলের মানুষ। সেজন্য জনসভাকে ঘিরে মানুষের আগ্রহটা একটু বেশি

সুশাসনের জন্য নাগরিক-সুজন রংপুর মহানগর সভাপতি ফখরুল আনাম বেঞ্জু জানান, এই সমাবেশ থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ উন্নয়ন বৈষম্য দূর করার ঘোষনা গুলো আসলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর পক্ষে ভোটের জোয়ার তৈরি হবে। যা এই অঞ্চলে আওময়ালীগকে পোক্তভাবে শক্তিশালী করবে।

আগামীকাল বুধবার রংপুর জিলা স্কুল মাঠে মহানগর ও জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জনসভায় সভাপতিত্ব করবেন রংপুর মহানগর আহবায়ক ডা. দেলওয়ার হোসেন।

বাতায়ন২৪ডটকম।।সমামা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com