স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
তিস্তার চরাঞ্চলের ৭০ জন প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো চট্রগ্রামের আলহাজ্ব সামসুল হক ফাউন্ডেশন।
বুধবার ( ১৯ এপ্রিল) সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকার কিসামত সদরের তিস্তার চরাঞ্চলের ৭০ জন প্রান্তিক অসুস্থ্য, কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল এবং সয়াবিন তেল বিতরণ করা হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ-আরসিবি এবং রাফি মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় শামসুল হক ফাউন্ডেশনের পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট , রংপুর রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক এবং আরসিবির প্রধান পৃষ্ঠপোষক সরকার মাজহারুল মান্নান।
এসময় আরও উপস্থিত ছিলেন আরসিবির উপদেস্টা সভাপতি সরকার মনজুরুল মান্নান নাজমুন, সভাপতি হোজায়ফা হাবিব সরকার, দপ্তর সম্পাদক আহসান হাবিব নয়ন, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, সহ-সাংগঠনিক হারুন অর রশিদ, অর্থ সম্পাদক আল আমিন হোসেন, সহ-অর্থ সম্পাদক কিফায়েত হোসেন আলিফ, সদস্য হাফিজুর রহমান, মোঃ আবু রায়হান, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ জিহাদ মিয়া, মোঃ শামিম হোসেন, মোঃ শাহিন মিয়া প্রমুখ। স্বেচ্ছাসেবিরা সুশৃঙখলভাবে স্লিপধারীদের কাছে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দেন।
খাদ্য সামগ্রী পেয়ে প্রান্তিক মানুষরা জানান, ঈদের আগ মূহর্তে এসব সামগ্রী তাদের অনেক উপকারে আসবে।
আরসিবি প্রধান পৃষ্ঠপোষক সরকার মাজহারুল মান্নান জানান, এধরণের উদ্যোগ অব্যাহত থাকবে। দূর্মূল্যের এই সময়ে প্রান্তিক মানুষের রোগাক্রান্ত ও কর্মহীন মানুষের পাশে দাড়াতে সরকার এবং বিত্ববানদেরে এগিয়ে আসার আহবান জানান।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply