স্টাফ করেসপনন্ডে্ন্ট, রংপুর। বাতায়ন২৪ডটকম।।
রংপুরের তারাগঞ্জে জমিজমার বিরোধে দুই দফা হামলায় মহিলাসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, উপজলার ইকরচালির উত্তর লক্ষিপুর গ্রামের তানভির মন্ডল ও রফিক মন্ডলের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত সোমবার এ নিয়ে স্থানীয় মাহাতাবের বাড়ির উঠানে দুইপক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা তৈরি হয়। এসময় তানভির মন্ডলের পক্ষ হয়ে একদল দুর্বৃত্ব রফিক মন্ডলের লোকজনের ওপর শাবল, রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আশরাফুল, রাশেদা ও রবিউলের আহত হন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চিকিৎসা নিয়ে আশরাফুলসহ অন্যান্যরা বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরপরই ২২ জানুয়ারী আবারও তানভির মন্ডলের লোকজন দা, বেকি, বল্লম নিয়ে রফিত মন্ডল পক্ষের অসুস্থ্য আশরাফুল আলমকে বেধড়ক কোপায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে আবারও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আশরাফুলের মাথায় ৯ টি সেলাই দেয়া হয়েছে। তার অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply