বুধবার, ০৭ Jun ২০২৩, ০৪:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পীরগাছায় শিশু ধর্ষণকারী বিনোদ চন্দ্রের ফাঁসির দবিতে বিক্ষোভ, কুশ পুত্তলিকায় লাথি ও থুথু নিক্ষেপ সোনা মিয়া হত্যাকান্ড: কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক কারাগারে কালীগঞ্জে ফেনসিডিল, এসকাপ সিরাপসহ আটক ১ দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়া হয়েছে রংপুর হাসপাতালের দক্ষিণ দিকের গেট রংপুরের বদরগঞ্জে ভিন্ন ভিন্ন ভাবে পালিত হল জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষীকি কালীগঞ্জে মাদক বিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বাংলার বুকে এক টুকরো লুসাই গ্রাম, প্রবেশ ফি ৩০ টাকা অনিয়ম ও দূর্নীতির অভিযোগের কারণে নয়,নাম ও রোল নম্বর ভুলের কারণে পরীক্ষা ফলাফল স্থগিত করা হয়েছে। ভাড়া নিয়ে বিতর্কে রোকেয়া ভার্সিটির শিক্ষার্থীকে মারধোর, প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ বদরগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু
তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা ফি দিয়ে পুলিশ কনেস্টবলের চাকরি পেয়েছে ১১১ জন: রংপুর পুলিশ সুপার

তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা ফি দিয়ে পুলিশ কনেস্টবলের চাকরি পেয়েছে ১১১ জন: রংপুর পুলিশ সুপার

স্টাফ করেসপনডেন্ট,  রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
কোন ধরণের তদবির এবং আর্থিক লেনদেন ছাড়া মাত্র ১২০ টাকা ফি দিয়ে ১১১ জন রংপুর জেলায় পুলিশ কনেস্টবল পদে চাকরি পেয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

সোমবার ( ৪ এপ্রিল) বিকেলে নিজস্ব হলরুমে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সুলতানা রাজিয়া ও ইফতেখায়ের আলম উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, মার্চ মাসে আমরা কোন ধরণের তদবির এবং আর্থিক লেনদেন ছাড়াই মাত্র ১২০ টাকা ফি দিয়ে স্বচ্ছতার মাধ্যমে ১১১ জন কনেস্টবল নিয়োগ দিয়েছি। এরমধ্যে ৯৪ জন পুরুষ এবং ১৭ জন নারী। যাদেররকে ইন্টারভিউ করলে আপনারা বুঝতে পারবেন। এটা রংপুর পুলিশের এশটি অন্যতম সাফল। এয়াড়াও রংপুর জেলা পুলিশ হত্যামামলাসহ বিভিন্ন মামলায় ৯৮৪ জনকে গ্রেফতার করেছে। ত্রুটিপূর্ণভাবে গাড়ি চালানো ও ট্রাফিক আইন অমান্য করায় ১ হাজার ১১৯ টি মামলা দিয়ে ৩৯ লাখ ৭৮ টাকা জরিমানা আদায় করেছে।

পাশাপাশি বিভিন্ন ধরণের মাদক উদ্ধার এবং বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং উঠান বৈঠকের মাধ্যমে আত্মহত্যা, বাল্য বিবাহ রোধ, গুজব ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রেস ব্রিফিংয়ে রংপুরে কর্মরত প্রেস, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com