ঢাবি করেসপন্ডেন্ট।।বাতায়ন২৪ডটকম।।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির ২০২৩ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে । নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই প্রার্থী চুড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন নীল দল ও সাদা দল ।
আগামী ২৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে ।
নির্বাচন উপলক্ষে অধ্যাপক ড. নিজামুল হক ভুইঁয়াকে সভাপতি ও ড. জিনাত হুদাকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দিয়েছে নীল দল ৷ গত শনিবার রাতে নীল দলের একটি জরুরী সভায় এই মনোয়ন চুড়াত করা হয় ।
এছাড়াও সহ-সভাপতি পদে ড. লাফিফা জামাল, যুগ্ম সম্পাদক পদে ড. আবু খালেদ মো. খাদেমুল হক, কোষাধ্যক্ষ পদে ড. মাসুদুর রহমান, সদস্য পদে ড. জিয়াউর রহমান, ড. আবু জাফর মো. শফিউল আলম ভুঁইয়া, ড. মো. আমজাদ আলী, ড. কে এম সাইফুল ইসলাম খান, ড. শারমিন মুসা, ড. মো. মাকসুদুর রহমান, অধ্যাপক মোহাম্মদ আলী আক্কাছ, ড. চন্দ্রনাথ পোদ্দার, ড. শরীফ আখতারুজ্জামান এবং মো. কামরুজ্জামানকে মনোনয়ন দিয়েছে আওয়ামিলীগ পন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ।
প্রার্থী চুড়ান্ত করেছে বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলও । সভাপতি পদে অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ড. মো. ছিদ্দিকুর রহমান খানকে মনোনয়ন দিয়েছে দলটি । এছাড়াও সহ-সভাপতি পদে অধ্যাপক ড. লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক পদে দেবাশীষ পাল, কোষাধ্যক্ষ পদে ড. মো. মহিউদ্দিন, সদস্য পদে ড. আব্দুস সালাম, আল আমিন, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, ড. মো. আব্দুল মজিদ, ড. মামুন আহমেদ, ড. শাফী মো. মোস্তফা, ড. মো. আব্দুল করিম, ড. মো. নুরুল আমিন, ড. মো. সাইফুল ইসলাম এবং ড. মো. সিরাজুল ইসলামকে মনোনয়ন দিয়েছে দলটি ।
বাতায়ন২৪ডটকম/হাআ/আশা
Leave a Reply