ঢাবি করেসপন্ডেন্ট।।বাতায়ন২৪ডটকম।।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগ ।
এ উপলক্ষে রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয় । এতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
পরে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল কাদিরের নেতৃত্বে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । র্যালিতে বিভাগের শিক্ষকসহ প্রায় অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন ।
আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল কাদির বলেন, আরবি ভাষা একটি সমৃদ্ধশালী ভাষা, জাতিসংঘের ভাষা, প্রায় ২১টি দেশের মাতৃভাষা আরবি । আমাদের দেশেও আরবি ভাষাকে সমুন্নত রাখার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ সর্বাত্মক চেষ্টা করছি । ১০১ বছরের ইতিহাসে আমরা এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপন করেছি । আগামীতেও আমরা এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি ।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, আন্তর্জাতিক আরবি ভাষা দিবস বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ উদযাপন করছে এটি আমাদের জন্য আনন্দের সংবাদ । আমাদের দেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে যায়, ভাষা না জানার কারণে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয় । আমাদের এসব জনগোষ্ঠীকে আরবি ভাষায় দক্ষতা অর্জন করিয়ে প্রেরণ করতে পারি । এটি দেশের ভাবমূর্তি যেমন সমুন্নত করে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনের একটা রাস্তাও আমরা সৃষ্টি করতে পারি । আর এই দায়িত্বটা সরকারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ পেতে পারে ।
উল্লেখ্য, ১৯৭৩ সালে ১৮ ডিসেম্বর ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, চায়নিজ, রুশ ভাষার পাশাপাশি আরবি ভাষাও জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা লাভ করে । দিনটি স্মরণ রাখতে ২০১২ সাল থেকে প্রতিবছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কোর উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপিত হয় ।
এই বছর দিবসটির প্রতিপাদ্য হলো, ‘মানবসভ্যতা ও সংস্কৃতিতে আরবি ভাষার অবদান ।’ গতবছর আরবী বিভাগের একটি ব্যাচের শিক্ষার্থীরা এককথা দিবসটি পালন করলেও এবার বিভাগ সেই দিবসটি উদযাপন করে ।
বাতায়ন২৪ডটকম/হাআ/আশা
Leave a Reply