বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গঙ্গাচড়ায় বারি মিষ্টি আলুর মাঠ দিবস অনুষ্ঠিত। গংগাচড়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের খাদ্য সামগ্রী বিতরণ। গংগাচড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ বর্জ্রপাতে মৃত্যু কমাতে তালগাছ প্রকল্প ব্যর্থ, নতুন প্রকল্প আসছে: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী পরিমানে কম নয়, কম দামে পরিমাণ মতো খাদ্য কেনার গ্যারান্টি চাই লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে মানুষের সেবা করতে হবে : মেয়র মোস্তফা কালীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৬৮ ভূমিহীন পরিবার প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাত না করায় নির্যাতনে মৃত্যুর অভিযোগ:পৌনে ৭ মাস পর তোলা হলো তরুণীর লাশ এরশাদ ছিলেন আধুনিক ও উন্নত বাংলাদেশের রূপকার:  মোস্তফা আলুর ন্যায্যমূল্যেসহ ৭ দফা দাবিতে কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ঢাবিতে আন্তঃহল জুডো ও কারাতে প্রতিযোগিতা শুরু

ঢাবিতে আন্তঃহল জুডো ও কারাতে প্রতিযোগিতা শুরু

ঢাবি করেসপন্ডেন্ট।।বাতায়ন২৪ডটকম।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ৭ম আন্তঃহল জুডো ও ৬ষ্ঠ আন্তঃহল কারাতে প্রতিযোগিতা শুরু হয়েছে । বুধবার (২১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে প্রতিযোগিতা উদ্বোধন করা হয় ।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ।

ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জুডো ও কারাতে এমন একটি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম যা শক্তি ও কৌশলের সমন্বয় করে মানুষকে আত্মপ্রত্যয়ী করে তোলে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সুস্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং নিজের ও সমাজের সুরক্ষা প্রদানে সক্ষমতা অর্জন করবে। এরকম প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন ও উন্নত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য ভিসি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং পরিচালক মো. শাহজাহান আলী । এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

বাতায়ন২৪ডটকম/হাআ/আশা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com