স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের সম্পাদক ও প্রকাশত মহিউদ্দিন সরকার এবং গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের করা ডিজিটাল নিরাপত্বা আইনে মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত চলা মানববন্ধনে রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা এসোসিয়েশন, মাহিগঞ্জ প্রেমসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ রংপুরে কর্মরত বিভিন্ন পৃন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবুর সভাপতিত্বে এবং ঢাকা পোস্টের নিজস্ব প্রতিদেবদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবদুস সাহেদ মন্টু, লিয়াকত আলী বাদল, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সাবেক কোষাধ্যক্ষ সুশান্ত ভৌমিক,রংপুর রিপোর্টার্স ক্লাব সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, টেলিভিশন ক্যামেরা জানালিষ্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রিপোর্টার্স ইউনিটিরি সভাপতি রহমত উল্লাহ, রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইভান চৌধুরী প্রমুখ।
মানববন্ধব বন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ গা্ইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাতের তদন্ত করে মামলার ফাইনাল রিপোর্ট প্রদান এবং অভিযুক্ত চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি জানান। নইলে কঠোর আন্দোলনের হুমকি দেন সাংবাদিক নেতারা।
বাতায়ন২৪ডটকম।। সমামা।।
Leave a Reply