বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন

ট্রেনে কাটাপরা বহুখন্ডিত তরুণীর লাশ উদ্ধার, প্রেমিককে খুঁজছে পুলিশ

ট্রেনে কাটাপরা বহুখন্ডিত তরুণীর লাশ উদ্ধার, প্রেমিককে খুঁজছে পুলিশ

বাতায়ন২৪ডটকমঃ মঙ্গলবার সন্ধায় রংপুর মহানগরীর লালবাগ রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা এই তরুণীর বহুখন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।

সেলিম সরকার, বাতায়ন২৪ডটকম,

রংপুরঃ রংপুর মহানগরীর লালবাগ রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পরা বহুখন্ডিত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার( ২৫ অক্টোবর) এ ঘটনায় এক ছেলেকে খুঁজছে পুলিশ।

রেলওয়ে পুলিশের রংপুরের এএসআই আব্দুস সালাম জানান, মৃত তরুনীর নাম শিউলি বেগম। রংপুর মহানগরীর ৪ নং ওয়ার্ডের খটখটিয়ার ক্ষিতিশ চন্দ্রের কন্যা তিনি।  চলতি বছর বেগম রোকেয়া কলেজ থেকে মাষ্টার্স পাশ করে চাকরির চেস্টা করছিল শিউলি। মরদেহ স্থানীয় কাউন্সিলর হারাধন রায়ের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধায় নগরীর লালবাগ রেলক্রোসিং এলাকায় একটি ছেলেসহ কথা বলছিল ওই মেয়েটি। কিছুক্ষণ পর ছেলেটি পশ্চিমপাশে এবং মেয়েটি পুর্বপাশে চলে আসে। এরই মধ্যে ট্রেন আসলে ওড়না দিয়ে মুখ ঢেকে লাইনে শুয়ে যায় মেয়েটি। এতে তার ওপর দিয়ে ট্রেন চলে যায়। বহুখন্ডিত হয়ে যায় তরুনীর দেহ। ঘটনা এতো অকস্মাত ঘটে যে তাকে আটকানোর কোন উপায় ছিল না। ট্রেণ ছিল চলন্ত। পরে আড্ডারতরা পুলিশকে খবর দেয়।

পুলিশের ধারণা ছেলেটি তার প্রেমিক। কোন বিষয় নিয়ে তাদের  মনোমালিন্য হয়। সে কারণে মেয়েটি এভাবে রেললাইনে শুয়ে আত্মহত্যা করে। মেয়েটির মোবাইল কলের সূত্র ধরে ছেলেটির সন্ধান চালাচ্ছে পুলিশ।##

বাতায়ন২৪ডটকম/সমামা

 

 

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com