বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৯ অপরাহ্ন

ট্রলির চাকা ফেটে প্রাণ গেলো চালকের

ট্রলির চাকা ফেটে প্রাণ গেলো চালকের

স্টাফ করেসপন্ডেন্ট,দিনাজপুর।।বাতায়ন২৪ডটকম।।

দিনাজপুরের নবাবগঞ্জে ইঞ্জিনচালিত ট্রলির চাকা ফেটে ট্রলির চালক মনিরুল ইসলামের (২৫)  মৃত্যু হয়েছে । এ  ঘটনায় রেজাউল ইসলাম ও ইমরান হোসেন নামের আরও দুজন আহত হয়েছেন ।

শুক্রবার ( ৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ভাদুরিয়া-নবাবগঞ্জ সড়কের আখিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।

নিহত ট্রলির চালক  মনিরুল ইসলাম উপজেলার উত্তর মুরাদপুরের দক্ষিণ পাড়ার মানিক মিয়ার ছেলে । আহত রেজাউল ইসলাম ও ইমরান হোসেন উপজেলার হরিনাথপুর গ্রামের বাসিন্দা ।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল ইসলাম বলেন, ভাদুরিয়া থেকে একটি খড়বোঝাই ট্রলি নবাবগঞ্জের দিকে আসছিল । পথে আখিরা এলাকায় খড়বোঝাই ট্রলিটির সামনের চাকা ফেটে ঝুড়ি ভেঙে যায় । এসময় মাথায় আঘাত পেয়ে ট্রলির চালক ঘটনাস্থলে মারা যান । একই সময় মোটরসাইকেল নিয়ে রেজাউল ইসলাম ভাদুরিয়াবাজারের দিকে যাচ্ছিলেন । এসময় তিনি ওই ট্রলিটির সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলিচালকের সহকারীসহ রাস্তার পাশে ছিটকে পড়ে । স্থানীয়রা আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন ।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছেন । নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহত মনিরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । আর ট্রলিটি ঘটনাস্থলে নষ্ট হয়ে যাওয়ায় সেটি স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রাখা হয়েছে ।

বাতায়ন২৪ডটকম//আশা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com