স্টাফ করেসপনডেন্ট, রংপুর।বাতায়ন২৪ডটকম।।
জুয়া খেলার কারণে হওয়া ঋণ পরিশোধের জন্য অটোচালক কামরুল হাসানকে হত্যা করে অটো ছিনতাই করেছিল তিন যুবক বলে দাবি করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান উপ পুলিশ কমিশনার অপরাধ আবু মারুফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উৎপল কুমার রায়, কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান, ওসি (তদন্ত) হোসেন আলী।
প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন মাবলেন, লাশ উদ্ধারের ১৮ ঘন্টার মধ্যেই ঘটনার মোটিভ উম্মোচন এবং আসামীদের লালমনিরহাটের সদর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ফাইয়াজ ওরফে ফাইনাল, শাকিল হাসান ও রাশেদ। এসময় তাদের হেফাজতে থাকা ছিনতাই হওয়া অটো এবং মোবাইলও উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আবু মারুফ জানান, গত ৩১ মার্চ ইফতারের পর লালমনিরহাট যাওয়ার কথা বলে রংপুর মহানগরীর লাকীপাড়া এলাকার কামরুল হাসানের অটো রিকশা ভাড়া করেন পার্শ্বপর্তী রামপুরা এলাকার মোজাম্মেল হকের পুত্র ফাইয়াজ ওরফে ফাইনাল (২৫)। এরপর প্রাইম মেডিকেল কলেজের পার্শ্বে দারোগার মোড় এলাকায় আসলে কামরুলের সাথে কথা বার্তার এক পর্যায়ে আসামী ফাইয়াজ ওরফে ফাইনাল, রামপুরা এলাকার রফিকুল ইসলামের পুত্র শাকিল হাসান (২০) ও পাবর্তীপুর এলাকার ফজলুর রহমানের পুত্র রাশেদ (২৫) তাকে বেদম মারপিট করে। এক পর্যায়ে কামরুল পালিয়ে যাওয়ার চেষ্টা কওে পাশের ধানক্ষেতে উল্টে পরে। এ সময় ফাইয়াজ, শাকিল, রাশেদ অটো চালক কামরুলকে কাঁদায় মুখ চেপে ধরে এবং কোমড়ের বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ফাইয়াজ কামরুলের মোবাইল ফোন এবং রাশেদ অটো রিকশা নিয়ে চলে যায়।
পুলিশ কর্মকর্তা আবু মারুফ হোসেন আরও জানান, ছিনতা্ইয়ের পর তারা বদরগঞ্জের শেখেরহাটে অটোরিক্সার ৫টি ব্যাটারী খুলে বিক্রি করে টাকা ভাগ বাটোয়ারা করে নেয়। এরপর আসামী চলে যায় লালমনিরহাটের সদরে শ্বশুরবাড়িতে। রাশেদ ও শাকিল ফিরে আসে বাড়িতে চলে যায়।
সোমবার (৩ এপ্রিল) সকালে দারোগার মোড় এলাকার ধান ক্ষেত থেকে কামরুলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন কামরুলের স্ত্রী কাজলী বেগম থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ ভোর রাতে লালমনিরহাট সদরে অভিযান চালিয়ে ফাইয়াজ ও রংপুর মহানগরীর নিজবাড়ি রামপুরা থেকে শাকিল ও পার্বতীপুর থেকে রাশেদকে গ্রেফতার করা হয়।
পুলিশ কর্মকর্তা আবু মারুফ হোসেন জানান, জিজ্ঞাসাবাদে এসব তথ্য দেয়ার পাশাপাশি তারা জানায় জুয়া খেলায় তাদের অনেক টাকা ঋণ হয়েছে। সেই ঋণের টাকা শুধতেই তারা কামরুলকে টার্গেট করে এই ঘটনা ঘটিয়েছে।
বাতায়ন২৪ডটকম।। সমামা।
Leave a Reply