বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৭ অপরাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

খেলাধুলা।।বাতায়ন২৪ডটকম।।

সাম্প্রতি জিম্বাবুয়ের ক্রিকেটে সুবাতাস বইছে দলীয় পারফরম্যান্স সেটার বড় একটা প্রমাণ। যদিও দেশটির বর্তমান খেলোয়াড়দের মধ্যে সিকান্দার রাজা ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন । নিজের দিনে তিনি পুরো হিসেবটাই পাল্টে দিতে পারেন । এছাড়াও লুক জঙ্গউই, রায়ান বার্ল কিংবা শন উইলিয়ামসরাও যে কোনো বিপদ ঘটাতে পারেন ।

এত কিছুর পরও রোববারের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এটা প্রত্যাশা করা যায় । বাংলাদেশ এই বিশ্বকাপে ১৫ বছরের হতাশা কাটিয়েছে । সেই অধরা জয় পেয়েছে মূলপর্বে তাছাড়া এবারের বিশ্বকাপ সবদিক থেকেই আলোচিত । যেখানে ভারতপাকিস্তানের উত্তেজনা ছিলো, রিভিউ নিয়ে প্রথম ম্যাচই ছিলো সরগরম, রয়েছে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়া নিয়েও ছিলো আলোচনাসমালোচনা ।

এসব ছাপিয়ে আবার আলোচনার জন্ম দিয়েছে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড । নিজেদের চেয়ে বড় দলের সাথে বিশ্বকাপের মতো আসরে পেয়েছে জয় । জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়ে জয় পেয়েছে, অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে জয় তুলেছে আয়ারল্যান্ড । এসবকিছুই যেন আশার আলো দেখাচ্ছে ।

সেই আশার আলোর দিকে পা বাড়াতে হলে প্রথম ম্যাচের মতো নিজেদের তৃতীয় ম্যাচটিতেও জ্বলে উঠতে হবে টাইগারদের এবং সেই বিশ্বাস টাইগারদের আছে বলে মনে করি । পর্যন্ত টিটোয়েন্টিতে সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ । টাইগাররা যার ১২টিতেই জিতেছে । সুতরাং, পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ । যদিও পরিসংখ্যান বিশ্বকাপের মঞ্চে তেমন কোনো ছাপ ফেলে না ।

এই ম্যাচটিতে বাংলাদেশের সবচেয়ে বড় এডভান্টেজ হবে জিম্বাবুয়ের খেলোয়াড়দের সম্পর্কে জানা । বাংলাদেশ এই জিম্বাবুয়ের সাথে যতগুলো ম্যাচ খেলেছে অন্য যে কোনো দলের তুলনায় সেটি বেশি । সেদিক থেকে এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা বড় সুবিধা । বাংলাদেশের অভিজ্ঞতাকেই এখানে বড় করে রাখবো।

সবমিলিয়ে আগামীকাল ৩০ অক্টোবরের পরীক্ষায় বাংলাদেশ পাস করে ফেললে সেমির সম্ভাবনা অনেকটা প্রকট যেহেতু খেলাটা জিম্বাবুয়ের সাথে, তাই আশা রাখাই যায় ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com