খেলাধুলা।।বাতায়ন২৪ডটকম।।
সাম্প্রতি জিম্বাবুয়ের ক্রিকেটে সু–বাতাস বইছে । দলীয় পারফরম্যান্স সেটার বড় একটা প্রমাণ। যদিও দেশটির বর্তমান খেলোয়াড়দের মধ্যে সিকান্দার রাজা ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন । নিজের দিনে তিনি পুরো হিসেবটাই পাল্টে দিতে পারেন । এছাড়াও লুক জঙ্গউই, রায়ান বার্ল কিংবা শন উইলিয়ামসরাও যে কোনো বিপদ ঘটাতে পারেন ।
এত কিছুর পরও রোববারের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এটা প্রত্যাশা করা যায় । বাংলাদেশ এই বিশ্বকাপে ১৫ বছরের হতাশা কাটিয়েছে । সেই অধরা জয় পেয়েছে মূলপর্বে । তাছাড়া এবারের বিশ্বকাপ সবদিক থেকেই আলোচিত । যেখানে ভারত–পাকিস্তানের উত্তেজনা ছিলো, রিভিউ নিয়ে প্রথম ম্যাচই ছিলো সরগরম, রয়েছে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়া নিয়েও ছিলো আলোচনা–সমালোচনা ।
এসব ছাপিয়ে আবার আলোচনার জন্ম দিয়েছে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড । নিজেদের চেয়ে বড় দলের সাথে বিশ্বকাপের মতো আসরে পেয়েছে জয় । জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়ে জয় পেয়েছে, অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে জয় তুলেছে আয়ারল্যান্ড । এসবকিছুই যেন আশার আলো দেখাচ্ছে ।
সেই আশার আলোর দিকে পা বাড়াতে হলে প্রথম ম্যাচের মতো নিজেদের তৃতীয় ম্যাচটিতেও জ্বলে উঠতে হবে টাইগারদের এবং সেই বিশ্বাস টাইগারদের আছে বলে মনে করি । এ পর্যন্ত টি–টোয়েন্টিতে সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ । টাইগাররা যার ১২টিতেই জিতেছে । সুতরাং, পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ । যদিও পরিসংখ্যান বিশ্বকাপের মঞ্চে তেমন কোনো ছাপ ফেলে না ।
এই ম্যাচটিতে বাংলাদেশের সবচেয়ে বড় এডভান্টেজ হবে জিম্বাবুয়ের খেলোয়াড়দের সম্পর্কে জানা । বাংলাদেশ এই জিম্বাবুয়ের সাথে যতগুলো ম্যাচ খেলেছে অন্য যে কোনো দলের তুলনায় সেটি বেশি । সেদিক থেকে এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা বড় সুবিধা । বাংলাদেশের অভিজ্ঞতাকেই এখানে বড় করে রাখবো।
সবমিলিয়ে আগামীকাল ৩০ অক্টোবরের পরীক্ষায় বাংলাদেশ পাস করে ফেললে সেমির সম্ভাবনা অনেকটা প্রকট । যেহেতু খেলাটা জিম্বাবুয়ের সাথে, তাই আশা রাখাই যায় ।
Leave a Reply