স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন বিষয়ে মামলা হাইকোর্ট স্থগিত করায় শুকরিয়া মোনাজাত ও মিস্টি বিতরণ করেছে দলটির রংপুরের নেতাকর্মীরা।
রোববার ( ৫ ফেব্রুয়ারী) দুপুরে হাইকোটের আদেশ পৌছার সাথে সাথে আনন্দিত হয়ে উঠেন রংপুরের নেতার্মীরা। তারা শুকরিয়া প্রকাশ হিসেবে তাৎক্ষণিক দোয়া এবং বিভিন্ন স্থানে মিস্টি বিতরণ করেন। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, যে মামলায় জিএম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধ্যাজ্ঞা দেয়া হয়েছিল। সেটি পৃথিবীর ইতিহাসে বিরল। হাইকোর্ট মামলাটির কার্যকারিতা স্থগিত করায় তারা আল্লাহর শুকরিয়া প্রকাশ করেন। পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় জিএম কাদেরের নেতৃত্বে বাংলাদেশ ফিরে পাবে নতুন গন্তব্য বলে। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি এখন জিএম কাদেরকে ঘিরে আবর্তিত হচ্ছে। জাতীয় পার্টির একজন বহিস্কৃত ব্রোকারের মামলায় তার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ওপর যে নিষেধাজ্ঞা দেয়া হয়, তাতে আমরা বিস্মিত হয়েছি। আমাদের সর্বশেষ আশ্রয় স্থল বিচার বিভাগ। তাই বিচার বিভাগের কাছে শুধু জিএম কাদের নয়, সবার প্রতি জাস্টিস আমরা পাবো। তিনি বলেন, জিএম কাদির এখন স্বাধীনভাবে বিরোধী দলেরর প্রধান হিসেবে সারা দেশে কার্যক্রম পরিচালনা করবেন। সরকারের অন্যায় কাজের বিরোধিতা করবেন, ভালো কাজের প্রশংসা করবেন। আবারও যদি জিএম কাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হয় তা রংপুরবাসি বৃহত্তর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে।
গত বছর ৪ অক্টোবরদলটির বহিস্কৃত সাবেক এমপি জিয়াউল হক মৃধা এই নিষেধাজ্ঞা চেয়ে মামলা করলে ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরকে দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্বপালন থেকে বিরত থাকতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। সেই আবেদনের বিরুদ্ধে জিএম কাদের হাইকোর্টে রিভিশন আবেদন করলে রোববার বিচারপতি শেখ আবদুল আউয়ালের বেঞ্চ এ আদেশ দেন।
বাতায়ন২৪ডটকম।।
Leave a Reply