স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে থাকা কোন ব্রোকার কিংবা দালালকে রংপুরের মাটিতে আশ্রয় না দেয়ার ঘোষণা দিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য ও সদ্য বিজয়ী রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, বৃহত্তর রংপুরের ২২ টি আসনসহ বৃহত্তর দিনাজপুরের তিন জেলার ভাইটাল প্রার্থীদের ছেড়ে না দিলে এবং প্রত্যাশা অনুযায়ী আসন দেয়া না হলে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটে থাকবে না, একক নির্বাচন করবে।
রোববার ( ১ জানুয়ারী) সন্ধায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রংপুর জেলা আহবায়ক আবুল মাসুদ চৌধুরী নান্টুর সভাপতিত্বে এসমময় বক্তব্য বিশেষ অতিথির রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সহ সভাপতি লোকমান হোসেন, জেলা যুব সংহতি সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর সভাপতি শাহীন হোসেন জাকির ওসাধারণ সম্পাদক শান্তি কাদেরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মাহবুবুর রহমান বেলাল, সদস্য সচিব নাজমুল হুদা লাবলু, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ফারুক মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদ রানা বিপু, মহানগর ছাত্র সমাজ সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছোট, সদর উপজেলা সভাপতি কাজলি বেগম, সাধারণ সম্পাদক মেসবাহুর রহমান মিলন, মহানগর তরুণ পার্টির আহবায়ক মাহমুদুর রহমান সুমন, সদস্য সচি শামীম আহমেদ দীপ, মহানগর শ্রমিক পার্টির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মন্টু, জেলা শ্রমিক পার্টির সভাপতি তোফাজ্জল হোসেন তোফা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
২৭ ডিসেম্বরের নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে সারাদেশে জাতীয় পার্টিকে উজ্জীবিত করায় নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে নব নির্বাচিত মেয়র মোস্তফা বলেন, যে মুহুর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি নানা ষড়যন্ত্র চলছে ঠিক সেই মুহুর্তে আমাদের এই বিজয়টা জাতীয় পার্টির মধ্যে কোরামিন ইনজেকশনের মতো কাজ করেছে। যেটা স্মরণে রাখার মতো। এই বিজিয় প্রমাণ করে জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে অবিচল থেকে সারাদেশে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া শক্তিশালী করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
মোস্তফা বলেন, কেন্দ্রীয় কমিটিতে যারা ব্রোকার নামে দালাল নামে আছেন । তারা সাবধান হয়ে যান। যারা জাতীয় পার্টিকে বিক্রি করে, রংপুরের মাথাকে বিক্রি করে যারা রাজনীতি করতে চান। তাদের বিরুদ্ধে আমরা ইলার্মিং, হুশিয়ারি সিচুয়েশন তৈরি করেছি আমরা। রংপুরের মাটিতে কোন দালাল, জাতীয় পার্টিকে যারা নিজের স্বার্থে বিক্রি করতে চায়, তাদের জায়গা রংপুরের মাটিতে হবে না।
মোস্তফা বলেন, সরকারের পেতাত্মাসহ যারা জাতীয় পার্টিকে নিঃশেষ করতে চান জাতীয় পার্টিকে বিভক্ত করে ফায়দা লুটতে চান, তাদের বলতে চাই, জাতীয় পার্টি জিএম কাদের এবং রওশন এরশাদের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে রুখতে পারবেন না। এই আন্দোলন, নেতাকর্মীদের এই উচ্ছাস, যে আগ্নেগিড়ি তৈরি হয়েছে, তা ষড়যন্ত্র করে রুখা যাবে না।
মোস্তফা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির নিজস্ব প্রত্যাশা অনুযায়ী আসন দেয়া না হয়, তাহলে জাতীয় পার্টি একক নির্বাচন করার জন্য প্রস্তত আছে। তিনি ঘোষণা দেন বৃহত্তর রংপুরের ২২ টি আসন এবং দিনাজপুর, ঠাঁকুরগাঁও ও পঞ্চগড়েরর ভাইটাল প্রার্থীদের আসন দেয়া না হলে জাতীয় পার্টি মহাজোটে থাকবে না। একক নির্বাচন করবে। শুধু তাই নয়, রংপুর বিভাগে আওয়ামীলীগ তাদের জামানত হারাবে রংপুর সিটি নির্বাচনের মতো।
আলোচনা সভা শেষে ৩৭ পাউন্ড কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় নেতাকর্মীরা নেচে গেয়ে দিনটি পালন করেন। পুরো অনুষ্ঠানে মুল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তফাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বাতায়ন২৪ডটকম।।সামাম
Leave a Reply