শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ অপরাহ্ন

জনগণ এইবার তাদের একতরফা নির্বাচনের খেলায় জয়ী হতে দেবে না — রংপুরে জোনায়েদ সাকি

জনগণ এইবার তাদের একতরফা নির্বাচনের খেলায় জয়ী হতে দেবে না — রংপুরে জোনায়েদ সাকি

জনগণ এইবার তাদের একতরফা নির্বাচনে খেলায় জয়ী হতে দেবে না — রংপুরে জুনায়েদ সাকি
আমাদের দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব এবং আমরা জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশের ইতিহাসের গৌরবউজ্জল  আন্দোলন গড়ব।সরকার যদি একতরফাভাবে একগুয়ে  নির্বাচনের দিকে এগিয়ে থাকে আমি বিশ্বাস করি,আন্দোলনকারীরা বিশ্বাস করে জনগণ এইবার তাদের একতরফা নির্বাচনের খেলায় আর জয়ী হতে দেবে না। জনগণের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এটি বাস্তবায়ন হতে দেবে না।
ভোটাধিকার ওগণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার রাষ্ট্রপতি প্রতিষ্ঠার লক্ষ্যে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বললেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক  জোনায়েদ সাকি।রাধিকার ও গণতান্ত্রিক

তিনি আরও বলেন,  বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন প্রক্রিয়ায় যারা সংখাগরিষ্ঠ হবে তারা সরকার গঠন করবে। কিন্তু যখন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ওই সরকার প্রতিনিধিত্ব করবে তখন সমস্ত দেশের মানুষ এই সরকারের পেছনে থাকবে। এটাই হচ্ছে আধুনিক রাষ্ট্র গঠনের একটা ভিত্তি। কোন দেশের সরকার কতটা ভিত্তি সেটা হচ্ছে জনগণ দ্বারা। এই সরকারের পিছনে জনগণ নেই সারাবিশ্ব আজকে জানে বাংলাদেশ হচ্ছে ভোট ডাকাতির দেশ, বাংলাদেশ হচ্ছে রাতেরবেলা ভোট ডাকাতির দেশ, রাতের বেলা ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচনের আগেই তাদের ঘোষণা দিয়ে দেওয়া হয় এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে ভোট ডাকাতির দেশ হিসেবে পরিচিত হচ্ছে। বাংলাদেশ আজকে পরিচিত হচ্ছে  মানবাধিকার লংঘনের দেশ হিসেবে।
এ সময় ব্রিকস এ বাংলাদেশের সদস্য পদ না পাওয়ার ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশেরএবং আমরা দেখেছি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান র‍্যাবকে স্যাংসন দেওয়া হয়েছে ফলে এই যে বাংলাদেশে আজকে পৃথিবীর কাছে সরকার  ভাবমূর্তি তৈরি করেছে এটাই একটা কারণ যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশে প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তির কারণে সরকার অত্যন্ত দুর্বল আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানে করার জন্য নোগোসিটি  বা দক্ষতা তাদের যে যোগ্যতা তাদের যে শক্তি, সবকিছু অনুপস্থিত ফলে ব্রিক্স এর মত প্রতিষ্ঠানে ঢুকতে চেয়েও পারেনি।
এটা বাংলাদেশের জন্য মর্যাদা পূর্ণ হয়নি এবং না হওয়ার  পিছনে কারণ হলো সরকার সরকার এখন অনেক জায়গায় নেই এবং বাংলাদেশকে অন্য জায়গায় নিয়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com