ঢাবি স্টাফ করেসপন্ডেন্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে সাদা দল।
রবিবার (১৯ ফেব্রুয়ারী) সাদা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান স্বাক্ষরিত একটি বিবৃতিতে এই দাবি জানান দলটির নেতারা।
বিবৃতিতে বলা হয়, গত ১৭ই ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নির্ধারিত কর্মসূচি উদযাপনের উদ্দেশ্যে সংগঠনটির নেতা-কর্মীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করতে আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের বাঁধার মুখে পড়ে। এ বাঁধা অতিক্রম করে তারা এগিয়ে যেতে চাইলে একপর্যায়ে ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে তাদের হামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ-সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব এবং সাব্বিরসহ ২৫-৩০ জন আহত হন। আহতরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
বিবৃতিতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, স্বাধীন চিন্তা ও মত প্রকাশের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমরা উদ্বেগের সাথে লক্ষ করছি যে, বর্তমান সরকারের সমর্থক বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ঐতিহ্য ইতোমধ্যেই ভুলুণ্ঠিত হয়েছে। আমরা আমাদের প্রাণের প্রতিষ্ঠানে ভিন্নমতের ওপর হামলার পুনরাবৃত্তি দেখতে চাই না।
এসময় সাদা দলের নেতারা ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে হামলায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
রিয়াদ/বাতায়ন২৪.কমঃ
Leave a Reply