ঢাকা বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট, বাতায়ন২৪ডটকম।।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়োর সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
মঙ্গলবার রাত ১০ টার দিকে গণভবনে কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক হয়েছেন তানবীর হাসান সৈকত।
সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি পঞ্চগড় জেলায়।
একই বিভাগ থেকে স্নাতক- স্নাতকোত্তর শেষ করেছেন শেখ ওয়ালী আসিফ ইনান। তিনি এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার আগে তিনি বিজয় একাত্তর হলের সভাপতি ছিলেন। তার বাড়ি ঝালকাটি জেলায়।
আর এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন কেন্দ্রীয় ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক উপ-সম্পাদক এবং ডাকসুর সাহিত্য সম্পাদক ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলায়।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply