ঢাবি প্রতিবেদক:-
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মাদকের বিরুদ্ধে লেখালেখির কারণে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে হেনস্থা এবং সাংগঠনিক সম্পাদককে ছাত্রলীগ কর্তৃক মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
আজ শুক্রবার (১৮ নভেম্বর) ডুজার দপ্তর সম্পাদক নাসিমুল হুদা স্বাক্ষরিত একটি বিবৃতিতে সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাদকের বিরুদ্ধে লেখায় সাংবাদিক নির্যাতনের এমন ঘটনায় আমরা স্তম্ভিত ও ক্ষুদ্ধ। সাংবাদিকদের কাজে বাঁধা না দিতে বারংবার ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রতিশ্রুতি দেওয়ার পরও এমন ঘটনা ছাত্রসংগঠন হিসেবে ছাত্রলীগের জন্য লজ্জার। এমন ঘটনা সংবিধান স্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার উপর হামলা বলে আমরা মনে করি।
নেতৃবৃন্দ আরো বলেন, গণমাধ্যম সূত্রে জানা গেছে, চুয়েটে বেপরোয়া মাদক সেবনের বিরুদ্ধে ফেসবুকে চুয়েট সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানীর লেখার জেরে সমিতির সভাপতি জিওন আহমেদ ও সাধারণ সম্পাদক সায়েদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে ডেকে নেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির উপ গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক আইদিদের নেতৃত্বে প্রায় দশ জনের একটি দল।
“চারঘণ্টারও বেশি সময় তাদের আটকে রেখে গালাগালি ও হেনস্থা করে ছাত্রলীগের নেতারা। এ সময় তারা বারবার ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে সাংবাদিক সমিতির নেতাদের দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। পাশাপাশি সাংবাদিক সমিতির কেউ যদি ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে লেখালেখি করে তাহলে তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে তারা হুঁশিয়ারি করে। পরে চুয়েট সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানীকে ডেকে নিয়ে প্রথমেই তার ফোন কেড়ে নেওয়া ও তাকে হেনস্থা করা হয়। মো. আইদিদ আলম, মো. ইমরান হাসান মুরাদ, শেখ নাহিয়ান তার উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়িভাবে মারধর করে।”
বিবৃতিতে সাংবাদিক নির্যাতনের এই ঘটনাকে হালকাভাবে না দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আহ্বান জানান ডুজার সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও অতিদ্রুত ব্যবস্থা না নেয়য় হলে সারাদেশের ক্যাম্পাসগুলোতে কর্মরত সাংবাদিকদের নিয়ে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।
Leave a Reply